Top

বৃষ্টিতে আমন চাষাবাদে স্বস্তি কৃষকের

৩০ আগস্ট, ২০২২ ৬:৪১ অপরাহ্ণ
বৃষ্টিতে আমন চাষাবাদে স্বস্তি কৃষকের
রোকন মিয়া, উলিপুর (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের উলিপুরে ভরা বর্ষায়ও বৃষ্টির দেখা না পাওয়ায় চরমভাবে হতাশ হয়ে পড়েছিলেন চাষিরা। আশঙ্কা করছিলেন এ বছর হয়তো আমনের আশানুরূপ ফলন পাওয়া যাবে না। কিন্তু, গত কয়েকদিনের বৃষ্টিতে আমনের খেতে প্রাণ ফিরেছে।বৃষ্টিতে স্বস্তি ফিরেছে আমন ধান চাষীদের। গত দুইদিনের টানা বৃষ্টিতে আমন খেত তরতাজা হয়ে উঠেছে। তবে এ বৃষ্টি আর্শিবাদ হয়ে দেখা দিয়েছে এ জনপদের আমন ধান ও শীতকালীন বিভিন্ন ধরনের সবজির খেত। ভরা বর্ষাকাল পেরিয়ে বৃষ্টির দেখা না পেলেও শরতের প্রথম সপ্তাহে টানা ভারী বৃষ্টিপাতে হাজার হাজার কৃষকের মন ভরে গেছে।

উপজেলার নন্দু নেফড়া গ্রামের চাষি বিপুল চন্দ্র অধিকারী, হেমন্ত চন্দ্র, মকবুল হোসেন, বাবর আলী জানান, বৃষ্টির জন্য দুই সপ্তাহ অপেক্ষা করেছি। তবু বৃষ্টির দেখা নাই। তাই বাধ্য হয়ে কিছু জমিতে সেচযন্ত্র দিয়ে চাষাবাদ শুরু করেছি। এর মধ্যে গত কয়েক দিন ধরে ভারি বৃষ্টিপাত হওয়ায় বাকি জমিগুলোর চাষাবাদ সম্পূর্ণ করেছি। এখন আর বাড়তি খরচ লাগল না।

হাতিয়া ইউনিয়নের সামছুল ইসলাম বলেন, বৃষ্টি না থাকায় প্রথমে ডিজেলচালিত শ্যালো মেশিনে সেচ দিয়ে আমনের চারা রোপণ করতে হয়েছে। বাড়তি খরচ করতে হয়েছে। লাগাতার বৃষ্টি না হওয়ায় খেতের মাটি ফেটে গিয়েছিল। আশানুরূপ ফলনের আশা ছেড়ে দিয়েছিলাম।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৪ হাজার ৩’শ ৭৫ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৃষ্টি না থাকায় চাষাবাদে কিছুটা ব্যাঘাত হয়েছিলো।এখন বৃষ্টি হচ্ছে। আশা করা যায় আমন ধানের ফলন বাম্পার হবে।

শেয়ার