পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৩২১ বোতল ফেন্সিডিলসহ মলিন চন্দ্র বর্মন (৫৭) ও শেফালী রানী (৪৫) নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে আটোয়ারী থানা পুলিশ।
সোমবার গভীর রাতে উপজেলার ধামোর ইউনিয়নের দিঘীরকোন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ গ্রেপ্তারকৃতদের নামে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করেছে। মঙ্গলবার বিকেলে আসামীদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
পুলিশ জানায়, উপজেলার ধামোর ইউনিয়নের দিঘীরকোন এলাকার মলিন চন্দ্র বর্মন তার বাড়িতে বিপুল পরিমাণে মাদক মজুদ করেছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে ৩২১ বোতল ফেন্সিডিল সহ তাদের গ্রেপ্তার করে। আটককৃত মাদকের আনুমানিক মূল্যে ৩ লাখ ২০ হাজার টাকা।
আটোয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান ওই দম্পতি মাদকের ব্যবসার সাথে জড়িত। থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা। আটোয়ারি উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।