দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে অবস্থিত প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিকে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ হাসান।
এই অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাসানুর রহমান চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট ডা. রিজওয়ানুল কবির, মেডিকেল অফিসার ডা. আসিফ জাহান পিয়াস খান, স্যানিটারী ইন্সপেক্টর আবু তালেব, পুলিশ কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও স্বাস্থ্যকর্মীরা।
এদিন পাকেরহাটের সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকালে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি না থাকায় লাইফ কেয়ার ক্লিনিককে ৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া সকল ডায়াগনস্টিক ও ক্লিনিককে প্রয়োজনীয় কাগজপত্র ও সেবার পরিবেশ ঠিক করতে সময়সীমা বেঁধে দেয় ভ্রাম্যমাণ আদালত।