Top

চিলমারীতে ভিজিডি’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ

৩১ আগস্ট, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ
চিলমারীতে ভিজিডি’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কুড়িগ্রামের চিলমারীতে দুঃস্থ মহিলাদের আর্থ সামাজিক উন্নয়ন বাস্তবায়িত (ভিজিডি) প্রকল্পের আওতায় নিম্নমানের চালবিতরণ ও ৩০কেজি চালের মধ্যে ২ কেজি চাল কম দেয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। সুবিধাভুগিরা বলছেন প্রতি কার্ডের বিনিময়ে দেয়ার কথা ৩০ কেজি চাল কিন্তু বস্তা খুলে ২ কেজি কম করে দেয়া হচ্ছে। এইসব চালবিতরনকালে ট্যাগ অফিসার থাকার কথা থাকলেও দেখা মেলেনি ওই কর্মকর্তার।

এদিকে চেয়ারম্যান বলছেন ভালো ও খারাপ চাল একসাথে সমন্বয় করায় বস্তা খুলে ২৮ কেজি ৫’শ গ্রাম করে চাল বিতরণ করা হচ্ছে। এছাড়াও প্রতি বস্তায় গুদাম থেকে ২-৩কেজি চাল কম ছিলো এবং নি¤œমানের চাল দিয়েছে বলে জানান এই ইউপি চেয়ারম্যান। খাদ্য গুদামের কর্মকর্তা বলছেন খারাপ চাল দেয়া হয়নি এবং পরিমান সঠিক ছিলো প্রতি বস্তায়। এমন অভিযোগই শেষ নয় বেচাকেনা হচ্ছে সেই ভিজিডির চালও। পরিষদের ভিতরে চাল কেনা বেচা হলেও নজর নেই কারোর।

সরেজমিনে মঙ্গলবার উপজেলার রমনা মডেল ইউনিয়নে চাল বিতরনকালে গেলে দেখা যায়, সুবিধাভুগিদের ৩০ কেজির মধ্যে ২কেজি চাল কম দেয়া হয়েছে বলে
অভিযোগ করেছেন বেশ কয়েকজন। তবে শুধু কেজি তে কম দেয়া নয়, দেয়া হচ্ছে নিম্নমানের চাল। ২ কেজি করে চাল কম দেয়ায় কথা অনেকেই জানেনা। ৩০কেজি চালের বস্তা খুলে নিম্নমানের চালের সাথে সমন্বয় করে দেয়া হচ্ছে বলে দেখা গেছে।

ভিজিডির চাল নিতে আসা শাহিদা বেগম বলেন, চালের মান খারাপ । ভালো খারাপ চাল সমন্বয় করে দিতেছে। আমরা তো আর তাদের কিছু বলতে পারি না। আর আমি জানিনা যে ২৮ কেজি করে চাল আমাদের দেয়া হচ্ছে।

শুধু শাহিদাই নন এমন অভিযোগ প্রায় সকল সুবিধাভুগিদেও । চাল নিতে আসা কেউ জানেন না কেজিতে কম দেয়ার কথা । যদিও দু’একজন জানে কিন্তু কম দেয়ার অভিযোগ করেও পাননি কোনো ফল।

সুবিধাভুগি কহিনুর বেগম ক্ষোভ নিয়ে বলেন চালের মান খারাপ সেই সাথে ২ থেকে ২.৫০কেজি চাল কম দিচ্ছে। এটা কিরকম নিয়ম।

নাম না প্রকাশে ইচ্ছুক ভিজিডির চাল বিক্রি করার সময় বলেন চালের মান খারাপ তাই বিক্রি করে দিয়েছি। প্রতি কেজি ৩৫টাকা দরে বিক্রি করে দিয়েছি। আমি না অনেকেই এই চাল তুলে বিক্রি করে দেয়।

ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমি বিতরণের সময় ছিলাম কিন্তু পরে জরুরী কাজে বাহিরে চলে এসেছি।

রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, আমাকে খাদ্য গুদাম থেকে চাল প্রতি বস্তায় কম দিয়েছে আর তা ছাড়া নিম্নমানের কিছু চালও আছে । তাই আমি বস্তা খুলে ভালো খারাপ চাল সমন্বয় করে ২৮ কেজি ৫শ গ্রাম করে চাল বিতরণ করেছি।

বস্তায় চালের পরিমান কম দেয়া হয়নি বলে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আমরা কোন বস্তায় চাল কম দিইনি । আর কিছু বস্তা খামালের নিচে থাকায় চালের মান একটু কমেছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান জানান, ৩০ কেজি চালের বস্তা খোলার সুযোগ নেই এবং পরিমাণেও কম দেয়ার নিয়ম নেই। চালের মান খারাপ হওয়ার কোনো প্রশ্নই উঠেনা । যেহেতু বিষয়টি শুনলাম তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

শেয়ার