Top

রংপুরে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দারসহ ১১ জন আটক

৩১ আগস্ট, ২০২২ ৬:১১ অপরাহ্ণ
রংপুরে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দারসহ ১১ জন আটক
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

ডকাতি করার সময় আন্তঃ জেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃতদের মধ্যে রংপুর বিভাগের সর্দার আবু বক্কর সিদ্দিকও রয়েছেন। বুধবার বিকেলে নগরীর পানি উন্নয়ন বোর্ডের র‌্যাব-১৩ সদরদপ্তরে এক সংবাদ সন্মেলনে এই তথ্য জানান কমান্ডার রেজা আহামেদ ফেরদৌস।

সংবাদ সন্মেলনে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার প্রীতি বাজার এলাকায় নৈশ্য প্রহরীদের অস্ত্রে মুখে জিম্মী করে এ এ ব্রিকস নামক ইট ভাটায় ডাকাতির ঘটনা জানতে পেরে র‌্যাব-১৩ সদস্যরা সেখানে অভিযান চালায়।

এসময় সেখান থেকে ডাকত দলের ১১ সদস্যকে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, ব্যাটারী, ট্রান্সফর্মার, হাইড্রোলিক জ্যাকসহ বিভিন্ন সরঞ্জামাদিসহ। যার মূল্য প্রায় ১২ লাখ টাকা।

গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছেন, রংপুরের পীরগাছার শাহীন মিয়া, নীলফামারী সৈয়দপুরের দুলাল, ঠাকুরগাঁ সদরের সাজ্জাত হোসেন , কুড়িগ্রাম জেলার
ফুলবাড়ি উপজেলার রেজাউল করিম, রংপুরের মিঠাপুকুর উপজেলার সিফাজুল ইসলাম, কুড়িগ্রামের উলিপুর উপজেলার ফারুক, রংপুর নগরীর পালিচড়া এলাকার আবু বক্কর সিদ্দিক, রংপুরের কাউনিয়া উপজেলার শরিফুল ইসলাম, রংপুর নগরীর ডাঙ্গীরপাড় এলাকার ভুট্টু চন্দ্র বর্মন, রংপুরের বদরগঞ্জ উপজেলার আল-আমিন ইসলাম ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার আব্দুস সালাম।

গ্রেফতারকৃত ডাকাতরা গত দেড় বছরে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ১৫০টিরও বেশি ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে সংবাদ সন্মেলনে বলা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে,তারা আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন থেকে ডাকাতি ও ছিনতাই করে আসছে। তাদের প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

শেয়ার