Top

ঝিনাইদহে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন

০১ সেপ্টেম্বর, ২০২২ ৮:৩৭ অপরাহ্ণ
ঝিনাইদহে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহে খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) সকালে শহরের পবহাটি এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম।

সেসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা খাদ্য কর্মকর্তা হাসান মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার তাজ উদ্দিন আহম্মেদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও ডিলার শফিউদ্দিনসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার থেকে আগামী ৩ মাস সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার জেলার ৬টি পৌরসভা এলাকায় ২৪ জন ডিলারের মাধ্যমে এ চাল বিক্রি করা হবে। প্রতিজন ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল নিতে পারবেন। দীর্ঘ লাইনে দাড়িয়ে প্রথম দিন থেকেই চাল কিনছে নিম্ন আয়ের মানুষগুলো। দ্রব্যমুল্যে উর্দ্ধগতির বাজারে খোলাবাজারে চাল কিনতে পেরে খুশি সুবিধাভোগীরা।

শেয়ার