Top

রংপুরে আবারো বিএনপি-আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচী

০৩ সেপ্টেম্বর, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ
রংপুরে আবারো বিএনপি-আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচী
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচী পালনে আবারো উত্তপ্ত হয়ে উঠেছিলো রংপুর নগরী। অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শনিবার দুপুরে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, তান্ডব ও পুলিশের উপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবলীগ। অপরদিকে একই সময়ে নারায়নগঞ্জে বিএনপির সমাবেশে সন্ত্রাসী ও পুলিশী হামলা এবং মহানগর যুবদলের নেতা শাওন হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করেছেন মহানগর বিএনপি।

নগরীর বেতপট্টিস্থ মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল বের হয়ে রংপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, মহানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ অন্যরা।

অপরদিকে গ্রান্ডহোটেল মোড়স্থ বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে মহানগর বিএনপি। পুলিশী বাধায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা। মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি’র সদস্য সচিব মাহফুজ উন নবী ডন, যুগ্ম আহ্বায়ক কাওসার জামান বাবলাসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, নারায়গঞ্জে মহানগর যুবদল নেতা শাওন হত্যার অবিলম্বে বিচারের আওতায় এনে দায়ী পুলিশকে আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে রংপুর থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার