Top

দর্শক শ্রোতার ভালোবাসায় সিক্ত চন্দন লাল বেজ

০৩ সেপ্টেম্বর, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ
দর্শক শ্রোতার ভালোবাসায় সিক্ত চন্দন লাল বেজ

চন্দন লাল বেজ সঙ্গীতের মানুষ, স্বপ্ন দেখেন সঙ্গীত নিয়ে। তিনি নিজে একজন পেশাদার কীর্বোড বাদক। ছয় ভাই বোনের মধ্যে চন্দন লাল বেজ তৃতীয়। সঙ্গীত জীবনের যাত্রা খুব একটা সহজ ছিল না।

সকল বাঁধা অতিক্রম করে চন্দন লাল বেজ আজ দেশের একজন দক্ষ কীর্বোড বাদক। নিয়মিত কীর্বোড বাজান দেশের বিভিন্ন স্টেজ শো তে। ইউটিউব চ্যানেলের জন্য অসংখ্য গানের মিউজিকের কাজ করেছেন চন্দন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে শুরু করে দেশ বরেণ্য অনেক একাডেমীতে রয়েছে তার কর্ম উপস্থিতি।

গুনি এই সঙ্গীতজ্ঞের জন্ম চাঁদপুরের কচুয়া উপজেলায়। বেড়ে উঠেছেন ঢাকার নারায়ণগঞ্জে। চন্দন জানান, সঙ্গীত নিয়ে রয়েছে তার সুদূর পরিকল্পনা। কীর্বোড বাজিয়ে দর্শক শ্রোতার ভালোবাসায় সিক্ত চন্দন। কুড়িয়েছেন দেশ সেরা সঙ্গীতজ্ঞদের প্রশংসা। চন্দন মনে করেন এটাই তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।

শেয়ার