Top

সংগঠনের তিন সদস্যের মেয়ের বিয়ের জন্য অর্থ সহায়তা দিলেন জকি

০৩ সেপ্টেম্বর, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ
সংগঠনের তিন সদস্যের মেয়ের বিয়ের জন্য অর্থ সহায়তা দিলেন জকি
নীলফামারী প্রতিনিধি : :

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংগঠনের সদস্য গোলাপ, আইনুল, ভুট্টুর মেয়ের বিয়েতে অর্থ সহায়তা দিয়েছেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের সদস্য গোলাপ ড্রাইভার, আইনুল, ভুট্টুর মেয়ের বিয়ের জন্য তিনি নগদ ৬০ হাজার টাকা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নীলফামারী জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি, নীলফামারী জেলা শ্রমিকলীগ ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম দেওয়ান আলমগীর মার্শাল ও বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সভাপতি ও নীলফামারী পৌরসভার পরপর নির্বাচিত ৩৩ বছরের মেয়র দেওয়ান কামাল আহমেদের আপন ছোট ভাই।

শেয়ার