কুড়িগ্রামের চিলমারীতে নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই এক প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন চলছে। এতে ওই শিক্ষা প্রতিষ্ঠানসহ হুমকির মুখে পড়েছে ফসলি জমি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের নির্দেশে অবৈধ ড্রেজার দিয়ে বালু তুলে ইউনিয়ন পরিষদের মাটি ভরাট করছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এবিষয়ে কথা বলতে রাজি হয়নি ওই ইউপি চেয়ারম্যান।
অথচ আইনে বলা হয়েছে, নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ, মৎস্য, জলজপ্রাণী বা উদ্ভিদ বি নষ্ট হলে বা হওয়ার আশঙ্খা থাকলে বালু উত্তোলন সম্পূর্ন নিষিদ্ধ। পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যম ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। অথচ এইসব আইন কে অমান্য করে ভূগর্ভস্থ থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন চলছে। এতে পুকুরের গভীরতা বেশি হওয়ায় আশপাশের জমি ভেঙে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের নির্দেশনায় ইউনিয়ন পরিষদের মাটি ভরাট করতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন। এতে হুমকির মুখে পড়েছে ওই প্রতিষ্ঠানসহ আবাদী জমি। তবে বালু উত্তোলনের ফলে বর্ষা মৌসুমে বা বন্যার সময় প্রতিষ্ঠানটি ভেঙে যেতে পারে বলে ধারণা করছেন স্থানীরা।
খেরুয়ার চর এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা বলে লাভ কি? নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশাদুজ্জামান আসাদ চেয়ারম্যানের নির্দেশে তো ড্রেজার দিয়ে বেশ কিছুদিন থেকে বালি উত্তোলন হচ্ছে। চেয়ারম্যান তুলছে এখানে কি তার বিরুদ্ধে বলতে পারমো।
নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন বলেন, কয়েকদিন আগে তো ইউনিয়ন পরিষদের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন নির্বাহী অফিসার, সেই সময়ও ড্রেজারের মাধ্যমে বালি উত্তোলন চলমান ছিল কিন্তু তিনি তো বন্ধ করলেন না, তাহলে বিদ্যালয়টির ক্ষতি হলে কে এর দায়িত্ব নিবে আমাদের সন্তানরা পড়াশুনা কোথায় করবে।
খেরুয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, আপনারা তো দেখেছেন যেভাবে ড্রেজার দিয়ে বালি তোলা হচ্ছে এতে করে অতিবৃষ্টি বা বন্যা হলে বিদ্যালয় তো আর দাঁড়িয়ে থাকবে না। বালু উত্তোলনের প্রতিবাদ জানিয়ে কয়েকজন অভিভাবক বলেন, ভাই আমরা কি কবো সবেই ক্ষমতা, শিশু শিক্ষার্থীদের জন্য ক’জন চিন্তা করে। স্কুল টা ভেঙে গেলে এখানকার শিক্ষার্থীদের ভবিষৎ কি হবে।
ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়ে কথা বলতে রাজি হয়নি নয়ারহাট ইউপি চেয়ারম্যান মোঃ আশাদুজ্জামান আসাদ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি এবং ব্যবস্থা নেয়ার জন্য বন্দর থানার অফিসার ইনচার্জকে বলা হয়েছে।