রংপুর জেলা আওয়ামীলীগ মৎসজীবী লীগের কমিটি গঠনের দাবীতে সংবাদ সন্মেলন করেছেন রংপুর জেলা মৎসজীবী লাগের নেতৃবৃন্দ। রোববার দুপুরে রংপুর প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করে তারা এই দাবী জানান।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রংপুর জেলা আওয়ামীলীগ মৎসজীবী লীগের কমিটি সভাপতি নুরে কাওসার বকুল ও সাধারণ সম্পাদকের বিভিন্ন অনিয়মের কারনে কেন্দ্র থেকে রংপুর জেলা কমিটি বাতিল করে দিয়ে রংপুর জেলা মৎসজীবী লীগের সন্মেলন প্রস্ততি কমিটি গঠন করা হয়।
২০২১ সালের মার্চ মাসে সন্মেলন প্রস্ততি কমিটির মেয়াদ শেষ হয়ে যাবার পরেও পর্যন্ত রংপুরে জেলা মৎসজীবী লীগের কোন কমিটি না থাকায় সংগঠনের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে।
সংবাদ সন্মেলনে, রংপুরে পুঃনাঙ্গ কমিটি গঠন গঠন করার জন্য কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সহযোগীতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন
মৎসজীবী লীগের নেতা আজিজুর রহমান, মোস্তফা কামাল, সুধীর চন্দ্র, তছলিম মিয়, খিতিশ চন্দ্র প্রমুখ।