পঞ্চম দফায় তিস্তার পানি বৃদ্ধিতে লালমনিরহাটের ৫ উপজেলার গত তিনদিন ধরে বন্যার পর কমতে শুরু করেছে তিস্তার পানি। পাশাপাশি দেখা দিয়েছে তিস্তার তীব্র ভাঙন । এদিকে বন্যা আর ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে তিস্তাপারের হাজারো কৃষক। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছলেও তা যথেষ্ট নয়। এছাড়া ভাঙ্গন ও বন্যা প্রবন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
রবিবার (০৪ সেপ্টেম্বর ) দুপুর ১২ টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ ৫২.২৩ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২.৬০) যা বিপদসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার রেকোর্ড করা হয়।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে,গত ২৪ ঘন্টায় লালমনিরহাটের পাঁচটি উপজেলায় তিস্তা নদীর গর্ভে ৪২টি ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। পরিবারগুলো ঘরবাড়ি হারিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন।
তিস্তার পানি কমা বাড়ার ফলে লালমনিরহাটের সদর উপজেলার খুনিয়াগাছ ,দিঘলটারি, কালমাটি, চোংগাডারা ,গোকুন্ডা আদিতমারী উপজেলার মহিষখোচা, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী,পাটিকাপাড়া, সিন্দুর্না,গড্ডিমারী ও পাটগ্রাম উপজেলার দহগ্রামসহ জেলার প্রায় ২০টি পয়েন্টের দেখা দিয়েছে ভয়াভয় ভাঙ্গন। এসব এলাকায় তিস্তার ভাঙ্গন থেকে রক্ষা পায়নি ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা,কবরস্থান,ফসলী জমি,স্কুলসহ বিভিন্ন স্মৃতিবিজড়িত স্থাপনা। তিস্তার ভয়াবহ ভাঙ্গনে সহায় সম্বল হাড়িয়ে নিঃস্ব হয়ে পড়েছে প্রায় হাজারও পরিবার। গত তিন দিনের বন্যায় ক্ষতিরমুখে পড়েছে কৃষকের আমন ধান। এখনো অনেক কৃষকের ধান পানির নিচে রয়েছে। এদিকে বন্যায় ভেসে গেছে অনেক চাষীর মাছের ঘেরও।
আদিতমারী উপজেলার গোবরধোন এলাকার রিপন ইসলামে একজন মৎস চাষীর দুই একর জমির পুকুরের সমস্ত মাছ বন্যার পানিতে ভেসে গেছে। তিস্তা পারের বন্যাকবলিত জাহানারা বলেন,গত দুইদিন থেকে পানির নিচে আমার বাড়িতে পানি ছিলো।খাবারের খুব কষ্ট হয়েছে। সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের চোংগাডারা গ্রামের শফিকুল মিয়া বলেন, গত তিনদিন ধরে বন্যার পানিতে কষ্ট ভোগ করলাম। এখন নদীর পানি নেমে যাচ্ছে তাই ভাঙ্গনের আতঙ্কে পড়ছি।একই এলাকার বাসিন্দা আবু হোসেন জানান কিছুদিন আগে বাড়ি সড়িয়ে অন্যের জমিতে ঠাই নিয়েছি।এবারসহ প্রায় ১১ বার বাড়ি সড়িয়ে নিলাম। আমার সকল সম্পতি এখন নদীতে।এ এলাকার আবু হোসনের মত প্রায় অর্ধ শত পরিবার তাদের বাড়ি সড়িয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।অনেকের ঠাই হয়েছে রাস্তায়।খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুজ্জামান মন্ডল(বাদল) জানান, এই এলাকায় এবার ভাঙ্গন প্রবনতা অন্যান্য বছরের চেয়ে বেশি। পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন ঠেকাতে কাজ করছে। তাছাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাধ্যমত চেষ্টা করা হচ্ছে, জেলা প্রশাসক সার্বক্ষণিক এলাকার খোঁজ রাখছেন।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ৫টি উপজেলা নদীবেষ্টিত হলেও এবারে তিস্তার ভাঙনটা সদর উপজেলায় কিছুটা বেশি। ঝুঁকিপূর্ণ এলাকায় ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ চলমান রয়েছে। কিছু কিছু স্থানে রোধ করা সম্ভব হয়েছে। বাকিগুলোও কয়েকদিনের মধ্যে সম্পন্ন হবে।