Top

খানসামা উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজ, সম্পাদক নুরনবী

০৪ সেপ্টেম্বর, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ
খানসামা উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজ, সম্পাদক নুরনবী
জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) :

দিনাজপুরের খানসামা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক গণকন্ঠের তাজ ফারাজুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইত্তেফাকের মোঃ নুরনবী ইসলাম পুনরায় নির্বাচিত হয়েছেন।

রবিবার (৪ সেপ্টেম্বর) বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির কমিটির আহবায়ক প্রভাষক হাজ্জাজ আল-হাদী ও সদস্য বদরুন্নেসা প্রামাণিক বন্যা। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাজ চৌধুরী নির্বাচিত হন।

উল্লেখ্য, সাধারণ সম্পাদক নির্বাচনে নুরনবী ইসলাম পেয়েছেন ৬ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী উজ্জ্বল রায় পেয়েছেন ২ ভোট।

শেয়ার