Top

হাতিবান্ধায় ভ্যান থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

০৫ সেপ্টেম্বর, ২০২২ ২:৫০ অপরাহ্ণ
হাতিবান্ধায় ভ্যান থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু
মোঃ লাজু মিয়া, লালমনিরহাট :

লালমনিরহাটের হাতিবান্ধায় ভ্যান থেকে ছিটকে পড়ে এক স্কুলছাত্রোর মৃত্যু হয়েছে।

আজ সোমবার(৫ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা কলেজ সংলগ্ন বাইপাস সড়কে এমন ঘটনা ঘটে।

ভ্যান হতে ছিটকে পড়ে নিহত হওয়া শিশুর নাম সিফাত হোসেন (১১) সে একই এলাকার আল আমিনের পুত্র। সিফাত রমনীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।

জানা যায়, বাড়ির পাশে রাস্তায় খেলার ছলে ভ্যান চালাতে গিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সিফাত। স্বজনরা তাঁকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।

হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

 

শেয়ার