রংপুর-দিনাজপুর সড়কের তারাগঞ্জ উপজেলার খারুভাজ সেতু এলাকায় রোববার মধ্য রাতে দুই যাত্রীববাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত ও ৬২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাহের হোসেন জানান আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শরিফুল হাসান জানান, রংপুরের তারাগঞ্জে সড়ক দূর্ঘটনায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬৬ জনের মধ্যে ৪ জন মারা গেছেন। ভর্তি রয়েছেন ৬২ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, আমরা আহতদের সর্বচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। সে জন্য যা কিছু করা দরকার হাসপাতালের পক্ষ থেকে তাই করা হচ্ছে। হাসপাতালে নিহত ৪ জনের মধ্যে এক জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৩ জনের লাশ ময়না তদন্ত সম্পন্ন হলে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
নিহতরা হলেন, নিহতদের মধ্যে বাসের চালক জীবন, ইসলাম পরিবহনের হেলপার রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়াল কুঠির আনোয়ারুল, একই উপজেলার সয়ার ইউনিয়নের পল্লী চিকিৎসক আনিছার, আনিছুল ইসলাম তারাগঞ্জ, ধননজয় তারাগঞ্জ, আনোয়ার হোসেন তারাগঞ্জ, নিলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা ও তাহসিন পরিবহনের ম্যানেরজার মোহসিন আলী সাগর, গাইবান্ধার সাদেক আলী ও নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামাড়পুকুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অলিউর রহমান জুয়েল।
বাস দুর্ঘটনার খবর পেয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন নিহত ও আহতদের স্বজনরা। সেখানে এক রিদয় বিদারক দৃশ্যের অবতারনার সৃষ্টি হয়।
আহতদের চিকিৎসা দিতে বেশ বেগ পেতে হয় চিকিৎসক ও নাসর্দের। এসময় আহতদের সেবা দিতে এগিয়ে আসেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কর্মিরা ঔষধসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করেন আহতদের।
দুর্ঘটনাকবলিত জোয়ান পরিবহনের যাত্রী মোবারক হোসেন জানান, রংপুরের মর্ডান মোড় থেকে চালক বাসটি নীলফামারীর সৈয়দপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর তার আসনে বসে গাঁজা মিশ্রিত সিগারেট জালালের বাসের ভিতর এর গন্ধ ছড়িয়ে পড়ে। এসময় বাসের যাত্রীরা নিষেধ করলে চালক তাদের কথায় কর্নপাত না করে সেটি টানতে থাকেন। গাঁজা সেবনের পর টালমাটাল অবস্থায় চালক বেপরোয়া গতিতে বাস চালাতে থাকেন।এ কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ওই যাতী দাবি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অপর যাত্রী আশেক আলী জানান, রংপুর মেডিক্যাল কলেজ মোড় থেকে বাস ছাড়তে রাত সাড়ে ১১টা বেজে যায়। সিট বাদেও বাসের ছাদে অনেক যাত্রী তোলেন হেলপার, সুপারভাইজার ও চালক। চালক হেলপার গাঁজা সেবন করেন। দ্রুত গতিতে বাস চালিয়ে সৈয়পুরের দিকে যাওয়ার পথে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর মধ্যেও চালক বাসের গতি কমাননি। যাত্রীরা ধীরে চালানোর অনুরোধ করলেও শোনেনি। এরপর হঠাৎ বিকট শব্দ হয়। আর কিছুই বলতে পারবো না। জ্ঞান ফেরার পর দেখি আমি হাসপাতালে।
একই কথা জানান রোকেয়া বেগম । তিনি জানান, আমি বাসে উঠতেই ভেতরে গন্ধ পাই। কিসের গন্ধ তা আমি জানিনা। বাস ছিল সৈয়দপুর যাওয়ার শেষ বাস। অল্পের জন্য বেঁচে গেছি।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন দূর্ঘটনায় নিহত ছাত্রলীগ নেতা অলিউর রহমান জুয়েলের চাচি ফাতেমা বেগম। তিনি বলেন, আমার ভাতিজা আহত অবস্থায় ভর্তি আছে শুনে সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসার কিছুক্ষণ পর শুনি সে মারা গেছে।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মাহবুব মোরশেদ জানান, রোববার তার ১২টার দিকে রংপুর থেকে জোয়ানা পরিবহনের বাসটি সৈয়দপুরে যাচ্ছিলো। অপর দিকে ইসলাম পরিবহনের একটি বাস সৈয়দপুর থেকে রংপুরের দিকে আসছিলো। রংপুর- দিনাজপুর সড়কের তারাগঞ্জ উপজেলার শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে আসলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান।
আহত হন কমপক্ষে ৪৫ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার কাজ শুরু করে। প্রচন্ড বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতায় কিছুটা ব্যাহত হয়। এরপর ঘটনাস্থল থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করেন। আহত ৪৫ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পওে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত আরো ৫ জন মারা যায়। ওসি মাহবুব মোরশেদ জানান, জোয়ানা পরিবহনের চালক গাঁজা সেবন করে বাস চালাচ্ছিলেন বলে যাত্রীরা তার কাছে অভিযোগ করেছেন। হেলপারও তার সঙ্গে গাঁজা সেবন করছিলেন। এই অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিবো বলে জানান।