Top

খানসামায় কয়েলের আগুনে গরু-বসতবাড়ি পুড়ে ছাঁই

০৬ সেপ্টেম্বর, ২০২২ ২:১৬ অপরাহ্ণ
খানসামায় কয়েলের আগুনে গরু-বসতবাড়ি পুড়ে ছাঁই
জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) :

দিনাজপুরের খানসামা উপজেলায় কয়েলের আগুনে দুইটি গরু ও দুইটি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছিট আলোকডিহি গ্রামের আলেম আলীর বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আলেম আলীর আরও একটি গরু অগ্নিদগ্ধ হয়ে প্রায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান জনাব গোলাম মোস্তফা আহমেদ শাহ। এসময় ইউপি সদস্য আবু খায়ের উপস্থিত ছিলেন।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, অগ্নিকান্ড প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। সকলকে সজাগ হতে হবে।

শেয়ার