Top

খানসামায় রাস্তা ভেঙে যাওয়ায় দুর্ভোগে ১০ হাজার মানুষ

০৬ সেপ্টেম্বর, ২০২২ ৩:২৯ অপরাহ্ণ
খানসামায় রাস্তা ভেঙে যাওয়ায় দুর্ভোগে ১০ হাজার মানুষ
জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) :

দিনাজপুরের খানসামায় বর্ষার পানিতে রাস্তা ভেঙে যাওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন তিন ইউনিয়নের প্রায় ১০হাজার মানুষ। প্রায় দুই বছর আগে আংগারপাড়া ইউনিয়নের পাইটকাকুড়ার পাড়ে ওই রাস্তাটি বর্ষার পানিতে রাস্তা ভেঙে গিয়ে রাস্তায় বড় গর্তের সৃষ্টি হয়।

বছরের অন্য সময়গুলোতে বিকল্প রাস্তা হিসেবে এলাকাবাসী আবাদী জমির আইল ব্যবহার করে চলাচল করলেও বর্ষা আসলেই পানি ডুবে রাস্তার দুই পাশ। ফলে চলাচলে বিপাকে পড়ে এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, উপজেলার আদর্শগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হাসিমপুর আওকরা মসজিদ মির্জারমাঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় দুই কিলোমিটার দুর দিয়ে স্কুলে যাচ্ছে। কেউবা ঝুঁকি নিয়ে হাটুর উপরে পানি থাকলেও রাস্তার পাশে প্লাবিত আবাদি জমি দিয়ে পার হচ্ছে।

ওই এলাকার শিক্ষার্থীরা জানান আমরা প্রতিদিন ওই রাস্তা দিয়ে আগে স্কুলে যেতাম। রাস্তাটি ভেঙে যাওয়ায় এখন অনেক দুর দিয়ে আমাদের স্কুলে যেতে হয়।

গ্রামের বিজয় চন্দ্র রায় বলেন, রাস্তাটি ভেঙে যাওয়ার দুই বছর হলেও এখন পর্যন্ত সংস্কারের উদ্যোগ নেয় নি কেউ। ফলে পাকেরহাট ও পুলেরহাট যেতে হলে প্রায় দুই কিলোমিটার ঘুরে যেতে হয়।

স্থানীয় বাসিন্দা রোকসানা খাতুন বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের প্রায় ২ কিলোমিটার রাস্তা বেশি ঘুরে স্কুলে যেতে হচ্ছে। অতিরিক্ত ২ কিলোমিটার পথ ঘুরে অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে চাচ্ছে না।তাই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।

আংগারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ মুঠোফোনে বলেন, বর্ষার কারনে কোথাও মাটি পাওয়া যাচ্ছে নাহ। বর্ষাকালের পরেই ওই রাস্তার সংস্কার কাজ শুরু হবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান বলেন, রাস্তাটির কথা জেনেছি এবং ওই ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলেছি। আশা করি খুব সংস্কার কাজ শুরু হবে বলে আশা করি।

শেয়ার