Top

সময় অসময়ে ভাংছে তিস্তা

০৬ সেপ্টেম্বর, ২০২২ ৪:০২ অপরাহ্ণ
সময় অসময়ে ভাংছে তিস্তা
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

সময় অসময়ে ভাংছে তিস্তা। আর অসময়ের বন্যা আর খরায় দীর্ঘশ্বাস বাড়ছে তিস্তা পারের ৫ জেলার প্রায় ২ কোটি মানুষের। উজানে খেয়ালখুশি মতো পানি প্রত্যাহারে তিস্তা কখনও প্রমত্তা আবার কখনও পানি শূন্য শুস্ক মরুভূমি।

এই নদীর এমন বেখেয়ালি আচরনে প্রতি বছর লাখো মানুষ তাদের ভিটে মাটি, জায়গা জমি সর্বস্ব হারিয়ে নি:স্ব হচ্ছেন । নদী গবেষকরা বলছেন ক্ষয়ক্ষতি রক্ষায় যত দ্রুত সম্ভব সরকারকে শক্ত কোন পদক্ষেপ নিতে হবে। তা না হলে এক সময়
সবকিছুই হারিয়ে যাকে তিস্তার গর্ভে।

২শ ৩৫ বছর বয়সী আন্তঃসীমান্তীয় তিস্তার বর্তমান প্রবাহ ১৭৮৭ সালের মহাপ্লাবনে সৃষ্টি। ৩১৫ কিলোমিটার দীর্ঘ তিস্তার বাংলদেশ অংশে এর প্রবাহ ১১৫ কিলোমিটার। বর্তমানে কোথাও কোথাও এ নদীর প্রস্থ ১০ থেকে ১২ কিলোমিটার।

ভাদ্রের শুরুতেই তিস্তায় এখন হাটু পানি। নেই কোন এর প্রবাহ। পলি জমে ভরাট হয়েছে তলদেশ। নদীতেই ছড়িয়ে ছিটিয়ে জেগে উঠেছে অসংখ্য চর। আবার উজানের ঢলে বছরের যেকোন সময় ফুলে ফেপে উঠে তিস্তা। এমন আগ্রাসী আচরনের কারনে স্থানীয়ভাবে অনেকের কাছে পাগলী নদী হিসেবেও পরিচতি রয়েছে তিস্তার।

রংপুরের গংগাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের মানুষ খাওয়া চরের খবিরুল ইসলাম জানান,তার জীবন ও জীবিকা তিস্তাকে ঘিরেই । ১৮ বছর আগে বাপের দেওয়া ২৩ বিঘা ফসলি জমি, পাকা ঘরসহ সবকিছুই নদী গর্ভে বিলীন হয়েছে। শত কষ্ট বুকে নিয়ে তিনি জানান, আমার পরিবারে কোন অভাব ছিলো না। বাপের দেওয়া ২৩ বিঘা আর আমার কেনা ১৫ বিঘাসহ ৩৮ বিঘা জমি ছিলো। এখন আমার কিছুই নাই।

সময় অসময়ে তিস্তার ভাঙ্গনে সবকিছু হারিয়ে পথে বসেছি। তিনি জানান, পরিবার নিয়ে এখন আশ্রয় নিয়েছি হারাগাছেন মিলনবাজার চলে। আমার মতো অনেকেই তিস্তার ভাঙ্গনে রাজা থেকে ফকির হয়েছে। তাই সরকারকে এর শক্ত মপদক্ষেপ নিতে হবে। যাতে করে সময় অসময়ে তিস্তা যাতে আর না ভাঙ্গে।

এই নদীকে বলা হয় উত্তরের জীবন রেখা। তবে এই জীবন রেখা এখন অভিশাপে পরিনত হয়েছে। প্রতি বছর গড়ে প্রায় ৫০ হাজার বসত- বাড়ি নদী গর্ভে বিলীন হচ্ছে। সেই সাখে ফসলি জমি গিলে খাচ্ছে একই সাথে ব্যাপক ক্ষতি হয় কৃষি ও মৎস খাত।

নদী গবেষকরা জানান, দেশের গড় দারিদ্রের হার যখন ২০ শতাংশ তখন রংপুর বিভাগে এ হার ৪৬ শতাংশ। যার অন্যতম কারন তিস্তার ভাঙ্গন, বন্যা ও শুষ্ক মৌসুমে নদীতে পানি না থাকা। সমন্বিত পরিকল্পনার মধ্য দিয়ে তিস্তা ও উত্তরের জনজীবন রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে হবে। না হলে বাড়তে থাকবে ক্ষতির পরিমান।

রিভারাইন পিপলস এর পরিপালক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ জানান নীলফামারী, রংপুর,লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় প্রতি বছর বন্যা, ভাঙ্গন ও মাছ চাষে ক্ষতির পরিমান ১ লাখ কোটি টাকা। গত বছর কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তার ভাঙ্গন, বন্যাসহ সব মিলে ক্ষতির পরিমান ৭শত কোটি টাকার উপরে। এখানে ৩ হাজার একর ফসলি জমি নদীর গর্ভে বিলিন হয়েছে।

এছাড়াও বাস্তুভিটা হারিয়েছে ২৫ হাজার মানুষ। মৎস ও প্রাণি সম্পদেরও ক্ষতি হয়েছে।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক এমদাদুল হক জানান, যদি সাগর মহাসাগরকে শাষন করে বড় বড় অট্টালিকা নির্মাণ করা যায় তা হলে ছোট নদী তিস্তাকে শাষন করা যাবে না কেন।

তা হলে আমরা তিস্তা নদীকে শাষন করতে পারছিনা কেন। আমাদেও সমস্যাটা কোথায়। সরকাল নেদারল্যান্ডের সাথে যে ডেল্টা প্লানের চুক্তি করতেছে সেখানে তিস্তারও কথা বলা হয়েছে। আমরা চাই তিস্তা অববাহিকায় এমন কিছু করা হউক সেটা যেন সিঙ্গাপুরের আদলে হয়। নিষ্টার সাথে কাজ করলে তিস্তা প্রকলব্ধসঢ়;প বাস্তবায়ন করা সম্ভব বলে জানান তিনি।

রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম জানান, আমি কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ভাঙ্গন কবলিত কিছু এলাকা পরিদর্শন করেছি। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ভাঙ্গনের তীব্রতা বেশি। এখানে ভাঙ্গন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়ায় তিস্তা অববাহিকার জেলা প্রকাশক ও পানি উন্নয় বোর্ডের কমকর্তাদের ভাঙ্গন রোধের জন্য কার্যর ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব জানান, রংপুরের গংগাচড়া উপজেলার বিনবিনিয়া এলাকায় ভাঙ্গন প্রতিরোধ করা হয়ছে।

এছাড়াও কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে ভাঙ্গন দেখা দেওয়ায় আমরা সেখানে কাজ শুরু করে দিয়েছি। আশা করছি দুই একদিনের মধ্যে আমরা প্রতিরোধ করতে পারবো।

উজানের বাধ নির্মাণের ফলে উত্তরাঞ্চলে পানিশূন্যতা দেখা দেয় আবার বর্ষা মৌসুমে একতরফাভাবে ছেড়ে দেওয়া পানি এসে ভাসিয়ে নিয়ে যায় এ অঞ্চলের জীবনব্যবস্থা। ২০১১ সালে থেকে সর্বশেষ ২০১৯ সালে তিস্তার পানি চুক্তি নিয়ে দুদেশ দীর্ঘ বৈঠকে বসলেও হতাশা থেকেই গেছে। কার্যকরী কোন সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। ১৯৯৬ সালে মাত্র ৩০ বছরের জন্য গঙ্গার পানিবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সীমান্ত নদী তিস্তার পানি চুক্তিও বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূণ বলে মনে করেন এখানকার অর্থনীতিবিদরা।

 

 

শেয়ার