Top

প্রশংসায় ভাসছে ইউএনও মাহবুবুর রহমান

০৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৮ পূর্বাহ্ণ
প্রশংসায় ভাসছে ইউএনও মাহবুবুর রহমান
এস এম রাফি চিলমারী (কুড়িগ্রাম) :

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এখন সবার প্রশংসায় ভাসছেন তাঁর উন্নয়ন মুলক বিভিন্ন কর্মকাণ্ডে মাধ্যমে। তবে শুধু প্রশংসাই নয় আলোকিত চিলমারী গড়ার কারিগর হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে আলোকিত চিলমারী বাস্তবায়নে পাঠাগার, শিক্ষা তহবিল, অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এখন সকলের কাছে তিনি মানবিক ইউএনও বলেই বেশি পরিচিত।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, প্রতিভা কোন সীমাবদ্ধ সিদ্ধিতে সন্তুষ্ট থাকে না, অসন্তোষই তার জয়যাত্রা পথের সারথি। এটাই সত্য একজন কর্মঠ দায়িত্বশীল কর্মকর্তাই পারেন শ্রম ও সুদক্ষতার মাধ্যমে একটি উপজেলার আমুল পরিবর্তন করতে। তার বাস্তব উদাহরণ হচ্ছে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। তার একের পর এক কার্যকরী উন্নয়নমুলক কর্মকাণ্ডে বদলে যাচ্ছে পুরো উপজেলার চিত্র।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ২০২১ সালের মে মাসে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন তিনি। যোগদানের পর থেকে উপজেলাবাসীকে বার বার চমক দেখিয়ে আসছেন এই উপজেলার নির্বাহী কর্মকর্তা। মহামারী করোনায় থমকে যাওয়া প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়াশুনায় গতি ফেরাতে পরিদর্শন, পরীক্ষা গ্রহণসহ অনগ্রসর এই জনপদের বাসিন্দাদের স্বাস্থ্য আর শিক্ষার উন্নতির জন্য নানামুখী পদক্ষেপ নিয়ে সব মহলে প্রশংসিত হয়েছেন।

এছাড়া শতভাগ হাট-বাজার ইজারা দিয়ে সরকারের রাজস্ব বৃদ্ধি, প্রধান প্রধান সড়কের ফুটপাত ও বিভিন্ন হাটবাজারের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বিপুল সরকারি খাস জমি উদ্ধার করেছেন তিনি। এছাড়া যোগদান করার পর বাল্যবিয়ের আয়োজন পণ্ড করে আয়োজকদের জেল জরিমানা দিয়ে উপজেলাকে বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকের বিস্তার রোধ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উদ্বুদ্ধকরণ সভা করে যাচ্ছেন।

ডিজিটাল বাংলাদেশ প্রবর্তিত ওয়েব সাইট হালনাগাদ করণ ও শেখ রাসেল আইসিটি ক্লাব কার্যকর করণ, উপজেলা প্রশাসনের ফেসবুক পেজের মাধ্যমে সরকারী নির্দেশনার প্রচার, বাস্তবায়ন, জনগনের অভিযোগ নিষ্পত্তি এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম শোকেসিং করণ। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর কল্যানে বিভিন্ন পদক্ষেপ গ্রহন। অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে রাতের আঁধারে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সহায়তা, অসুস্থ, দুর্ঘটনায় বিপদগ্রস্তদের সহযোগিতাসহ উপজেলার উন্নয়ন তহবিল, রাজস্ব তহবিল, টি-আর, কাবিখা, অতি দারিদ্র্যর জন্য কর্মসৃজন কর্মসূচি, খাদ্য বান্ধব কর্মসূচি, সামাজিক নিরাপত্তা প্রতিটি ক্ষেত্রে সরকারী নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করে যাচ্ছেন। এমনকি উপজেলার সব অফিসে আমলাতান্ত্রিক জঠিলতা নিরসন করে অন্য যে কোন সময়ের তুলনায় বর্তমানে সব উন্নয়নমুলক ফাইল তড়িৎ গতিতে হচ্ছে।

জনপ্রতিনিধিরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান যোগদানের পর থেকেই জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছেন। এমন নিষ্ঠাবান, কর্মঠ ও মানবিক গুণাবলি সম্পন্ন ইউএনও অতীতে খুব কম পেয়েছি। মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় ভ্যাকসিন কর্মসূচি বাস্তবায়ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ভুমিহীন পরিবারকে গৃহনির্মাণ ও উপহার প্রদান করে উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত করতে বিশেষ ভুমিকা রাখা সহ উপজেলায় সবক্ষেত্রে তিনি যে ভুমিকা পালন করে যাচ্ছেন তা নজিরবিহীন। তার কর্মকাণ্ডে মনে হচ্ছে,তিনি কেবলই ইউএনও নন, উপজেলার একজন সচেতন অভিভাবকও।

চিলমারী উপজেলার তরুণ প্রজন্মকে কর্মোদীপ্ত করার জন্য তিনি চালু করেছেন ‘আলোকিত চিলমারী’ ব্রান্ডিং মুভমেন্ট। এলাকার দরিদ্র‍ ও মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করার জন্য চালু করেছেন শিক্ষাবৃত্তি। এ বৃত্তি তহবিল থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দেওয়া হচ্ছে। চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের যাতায়াত সুবিধার জন্য চালু করেছেন শিক্ষাতরী। এই শিক্ষাতরীগুলো উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে রমনা ঘাট থেকে বিভিন্ন ইউনিয়নে চলাচল করে। এর ফলে নৌকার বিড়ম্বনায় শিক্ষকদের স্কুলে পৌঁছাতে আর দেরি হবেনা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, জেলা প্রশাসক, কুড়িগ্রাম এই মন্ত্রে আমাদের উদ্দীপ্ত করেছেন। পেশাগত দায়বদ্ধতা থেকেই এসব উন্নয়নমুলক কাজ আমাদের করতে হয়। চিলমারী উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে সর্বোচ্চ সহায়তা করছেন। সুতরাং যতটুকু পেরেছি মানুষের পাশে দাঁড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেয়ার