Top

হেড মিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে দুই ভ্যানচালকের মৃত্যু

০৭ সেপ্টেম্বর, ২০২২ ২:১৩ অপরাহ্ণ
হেড মিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে দুই ভ্যানচালকের মৃত্যু
মোঃ আসাদুল্লাহ আল গালিব, দিনাজপুর :

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে ভেতর থেকে হেডমিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে দুই ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (০৭ সেপ্টেম্বর) সকাল নয়টার টার দিকে উপজেলার নওখৈর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওখৈর গ্রামের মহির উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল মাবুদ (৩০)। তারা দুইজনই পেশায় ভ্যানচালক।

ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার লিটন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আমার ইউনিয়নের নওখৈর গ্রামের মহির উদ্দিনের বাসায় সেপটিক ট্যাংকে সাটার খোলার জন্য ভেতরে নামেন হেডমিস্ত্রি আলতাফ হোসেন। সেপটিক ট্যাংকের ভেতর থেকে চিৎকার করলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই ভ্যানচালক তাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন।

তাকে উদ্ধার করতে গিয়ে তারা দুজন অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়। হেডমিস্ত্রি আলতাফকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার