Top

চিলমারীতে গ্রীষ্মকালীন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

০৯ সেপ্টেম্বর, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
চিলমারীতে গ্রীষ্মকালীন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে মাধ্যমিক পর্যায়ে গ্রীষ্মকালীন কাবাডি খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে ২জন ভর্তি হয়েছেন।

প্রশাসনের গাফলতি ও খেলায় অব্যবস্থাপনাকে দায়ি করছেন অভিভাবকসহ শিক্ষক সমাজ। । এলাকায় বিরাজ করছে চাপা ক্ষোভ জানাগেছে, ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা-২০২২ উপলক্ষে চিলমারীতে শুরু হয় প্রতিযোগীতা।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিকালে পাত্রখাতা রিয়াজুল জান্নাহ্ দাখিল মাদরাসা বনাম থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় (বালক) শিক্ষার্থীরা কাবাডি খেলায় অংশ নেন। থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলা চলাকালিন হঠাতেই উভয় দলের মাঝে সংঘর্ষ শুরু হয় এসময় কিছু বহিরাগত ছেলেরা পাত্রখাতা রিয়াজুল জান্নাহ্ দাখিল মাদরাসার শিক্ষার্থী (খেলোয়ার) দের উপর হামলা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এসময় প্রায় ১০ জন আহত হয়।

আহতদের চিলমারী হাসপাতালে নেয়া হলে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং পাত্রখাতা রিয়াজুল জান্নাহ্ দাখিল মাদরাসার পক্ষে খেলায় অংশ নেয়া শিক্ষার্থী নাজমুল, তুষার, আজিজুর, আবু রায়হানকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আজিজুর ও রায়হানকে রংপুর মেডিকেল হাসপাতালে নেয়া হয় বলে জানিয়েছেন মাদরাসার ক্রীড়া শিক্ষক আঃ রাজ্জাক সরকার। পাত্রখাতা রিয়াজুল জান্নাহ্ দাখিল মাদরাসার সুপার মাও. আব্দুল আজিজ বলেন, খেলা চলাকালীন সময়ে হঠাৎ থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষে খেলায় অংশ নেয়া শিক্ষার্থীরা আমাদের পক্ষে খেলায় অংশ নেয়া শিক্ষার্থীদের উপর হামলা করে শুধু তাই নয় এসময় কিছু বহিরাগতরাও তাদের পক্ষ নিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা ও মারপিট করে। এসময় তিনি আক্ষেপ করে বলেন, কতৃপক্ষের গাফলতির কারনে এ ঘটনাটি ঘটেছে।

খেলা পরিচালনার দায়িত্বে থাকা শফিয়ল এলমের সাথে মুটোফোনে একাধিক বার যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ জয়নাল আবেদীনের সাথে কথা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে খেলায় নিরাপত্তা নেই, রয়েছে অব্যবস্থাপনা সাথে প্রশাসনের গাফলতি এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উদাসীনতাকে দায়ি করে অভিভাবকরা বলেন, যদি খেলায় মারামারি সংর্ঘষ হয় তাহলে আমরা আমাদের সন্তাদের কিভাবে পাঠাবো তাদের দায়ভার কে নিবে। তারা আরো বলেন, খেলায় থাকে না পুলিশ প্রশাসন, খুজে পাওয়া যায় না স্বাস্থ্য বিভাগকে এই হলো আয়োজন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলি বলেন, এটি একটি অপ্রত্যাশিত ঘটনা আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখবো।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, আমাদের দাওয়াতের চিঠি দিয়েছে কিন্তু নিরাপত্তার জন্য পুলিশ চেয়ে কোন চিঠি দেয়া হয় নাই।

দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার