আগামী অক্টোবর মাস থেকে রংপুর ক্রিকেট স্টেডিয়ামে মাস ব্যাপী বাণিজ্য জেলা শুরু হতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি এই মেলার আয়োজন করেছে।
মেলা উপলক্ষে শনিবার দুপুরে মেট্রোপলিটন চেম্বার মিলনায়তনে এক সংবাদ সন্টেমলনে এই তথ্য জানান, মেট্রো চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন। সংবাদ সন্মেলনে বলা হয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগনের উৎপাদিত পণ্য সামগ্রী আন্তর্জাতিক মান সম্পন্ন পণ্য সর্বসাধারণের সম্মুখে উস্থাপন করার জন্য এই মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় কারুপণ্য লিমিটেড, আরএফএল, কনসার্ন লিমিটেড, বেনারসী পল্লী, শতরইঞ্জিসহ শতাধিক প্রতিষ্টানকে আমন্ত্রন জানানো হয়েছে।
এছাড়াও মেলায় শিশুদের জন্য থাকবে বিভিন্ন রাইড। মেট্রো চেম্বারের সভাপতি মেলা সুষ্টভাবে সমাপন্ন করার জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন।