নানাকে হত্যা করা দৃশ্য দেখে ফেলায় সেটা কাল হয়ে দাড়ায় ১২ বছরের শিশু মোনালিসার। তাকেও হত্যা করার জন্য আসামীরা একাধিকবার চেস্টাও চালায়।
এর পর শিশু মোনালিসার মা আসামীদের ভয়ে তাকে নিয়ে দুই মাস আতœগোপন করে থাকে। এর পর আসামীরা উপ-বিত্তি দেওয়ার কথা কৌশলে মা মেয়েকে ডেকে নিয়ে আসে। কয়েক দিন চেষ্টার পর আসামীরা শিশু মোনালিসাকে শ্বাঃস রোধ করে হত্যার পর তার লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে।
আসামীরা প্রভাবশালী হওয়ায় থানায় মামলাও করতে পারেনি শিশুটির পরিবার। হত্যাকান্ডের ১৫ মাস পর গংগাচড়া থানায় মামলা হলে সিআডি ঘটনার সাথে জড়িত দুই নারীকে গ্রেফতার করে।
সোমবার দুপুরে নগরীর কেরানী পাড়ায় এক সংবাদ সন্মেলনে রংপুর সিআইডির বিশেষ পুলিশ সুপার আতাউর রহমান জানান, আধিপত্য বিচস্তারকে কেন্দ্র করে ২০২১ সালের ৬ এপ্রিল রংপুরের গংগাচড়া উপজেলার হোহালী ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী বর্তমার ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল ইসলাকে হত্যা করে। হত্যাকান্ডটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সাইফুল তার চাচাতো ভাই রেয়াজুল ইসলামকেও হত্যা করে।
রেয়াজুল ইসলামকে হত্যার দৃশ্য দেখে ফেলে তার ১২ বছরের নাতনি মোনালিসা। নানাকে হত্যার কথা তার নানিকে জানালে আসামীরা মোনালিসাকে হত্যার জন্য মরিয়া হয়ে উঠে। মেয়ের জীবন বাঁচাতে দুই মাস আত্মগোপনে তাকে মা ও মেয়ে। এর পর আসামীরা উপ-বিত্তি দেওয়ার কথা ৬ জুন কৌশলে মা মেয়েকে ডেকে নিয়ে আসে। কয়েক দিন চেষ্টার পর আসামীরা ৯ জুন শিশু মোনালিসাকে শ্বাঃস রোধ করে হত্যার পর তার লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় সিআইডি চলতি বছরের ৪ আগষ্ট গংগাচড়া থানায় একটি মামলা করে।
এর পর সিআইডি গংগাচড়া উপজেলার চড় বাগডহড়া গ্রামে অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মোতাহারা বেগম ও ময়না বেগমকে গ্রেফতার করে হত্যাকান্ডের রহস্য উন্মোচন করেন।