শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও এইচএসসি এবং স্কুল কলেজের বাৎসরিক পরিক্ষার সময় শিল্প ও বানিজ্য মেলা বন্ধের দাবীতে দাবিতে সংবাদ সম্মেলন করেছে রংপুর জেলা ও মহানগর দোকান মালিক সমিতি। আগামী ৭ দিনের মধ্যে মেলা বন্ধ না হলে মহা সমাবেশের ঘোষনা দিয়েছেন দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ। বুধবার সকালে দোকান মালিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
সংবাদ সন্মেলনে বলা হয়, করোনাকালীন সময়ে ব্যবসায়ীরা পরিবার-পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করে কাটিয়ে উঠার চেষ্টা করছে তখনেই তাদেরকে দাবিয়ে রাখতে মেলার আয়োজন করছে কিছু অসাধু ব্যবসায়। প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাত ৮টায় দোকান বন্ধের ঘোষনা ব্যবসায়ীরা পালন করে আসছে। তাই ব্যবসায়ীদের স্বার্থে মেলা বন্ধের জন্য সরকারের সহযোগীতা কামনা করছেন রংপুর মহানগর দোকান মালিক সমিতি।
সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন রংপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলতাব হোসেন রংপুর মহানগর দোকান মালিক সমিতির সভাপতি আশরাফ উদ্দৌলা আরজু, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক লিটন পারভেজসহ বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ।