Top

সিরাজগঞ্জে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

১৪ সেপ্টেম্বর, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে মাদক মামলায় আব্দুল মজিদ (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির আসামির উপস্থিতিতে বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আব্দুল মজিদ তাড়াশ উপজেলার শ্রীপুর গ্রামের আবু বক্কারের ছেলে। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মামলার বরাত দিয়ে জানান, সিরাজগঞ্জ শহরের পৌর নিউমার্কেট এলাকায় ২০১৮ সালের ২২ মে অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ আব্দুল মজিদকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারি কর্মকর্তা তদন্ত শেষে সংশ্লিষ্ট আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দুপুরে আদালত উল্লেখিত রায় ঘোষণা করেন।

শেয়ার