Top

খানসামায় জমি নিয়ে ভাই-ভাই মারামারিতে বড় ভাইয়ের মৃত্যু

১৭ সেপ্টেম্বর, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ
খানসামায় জমি নিয়ে ভাই-ভাই মারামারিতে বড় ভাইয়ের মৃত্যু
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে দিনাজপুরের খানসামা উপজেলায় আপন ভাইয়ে ভাইয়ে মারামারি অতঃপর চিকিৎসাধীন অবস্থায় বড় ভাইয়ের মৃত্যু।

মৃত আজিজার রহমান (৭০) উপজেলার পাকেরহাট গ্রামের গুন্দুশাহ পাড়ার বাসিন্দা ও মৃত সবির আলীর বড় ছেলে।

মৃতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, ৪৩ শতক আবাদী জমি নিয়ে ঐ এলাকার আজিজার রহমানের সাথে তাঁর আপন তিন ভাই মাসুদ করিম, আঃরহিম ও রেজাউল করিমের সাথে দ্বন্দ্বের জেরে গত ৬ সেপ্টেম্বর মারামারি হয়।

এতে গুরুতর আহত অবস্থায় আজিজার রহমান (৭০), তাঁর ছেলে মোস্তাকিম ইসলাম (২৬) ও তাঁর স্ত্রী ছাবিয়া বেগম (৬৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (পাকেরহাট)-এ ভর্তি হন। অতঃপর চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৭ অক্টোবর) ভোরে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ওসি (তদন্ত) তাওহীদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার