Top

রংপুর অঞ্চলের মোটরসাইকেল চোরের মূলহোতা গ্রেফতার

১৯ সেপ্টেম্বর, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ
রংপুর অঞ্চলের মোটরসাইকেল চোরের মূলহোতা গ্রেফতার
রংপুর প্রতিনিধি :

রংপুর অঞ্চলের মোটরসাইকেল চোরের মূলহোতা নাজমুস সাকিবকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। র‌্যাবের সহকারী পরিচালক মাহমুদ বশির আহামেদ সোমবার জানান, আলমাছ হোসেন এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে দিনাজপুরের খাড়িপাড়ায় বোনের বাড়ি বেড়াতে গেলে বাড়ির গেট ভেঙ্গে মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যায়।

এরপর চোর নাজমুস সাকিব মোটরসাইকেলের মালিকে ফোন করে তার মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা বলে উল্টো মোটা অঙ্কের টাকা দাবি করে।এঘটনায় মোটরসাইকেলের মালিক দিনাজপুর সদর থানায় মামলা করে। মামলা দায়েরের পর র‌্যাব-১৩ এর তদন্ত শুরু করে।

তদন্তের এক পর্যায়ে রোববার রাতে রংপুর নগরীর খামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে রংপুর অঞ্চলের মোটরসাইকেল চোরের মূলহোতা নাজমুস সাকিবকে গ্রেফতার করে। গত এক মাসে সে রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে বেশ কিছু মোটরসাইকেল চুরি করেছে বলে র‌্যাবের প্রাথমিকজিজ্ঞাসাবাদে জানিয়েছে। সোমবার দুপুরে তাকে দিনাজপুর থানায় সোপর্দ করা হয়।

শেয়ার