Top

চিকিৎসক রাশেদুল আমীরকে হয়রানির ঘটনায় দুই কর্মচারী বরখাস্ত

২০ সেপ্টেম্বর, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ
চিকিৎসক রাশেদুল আমীরকে হয়রানির ঘটনায় দুই কর্মচারী বরখাস্ত
রংপুর প্রতিনিধি :

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ মাকে ভর্তি করাতে গিয়ে সার্জারী বিভাগের চিকিৎসক রাশেদুল আমীরকে হয়রানি করার ঘটনায় হাসপাতালের দুই কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে দুই চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারী মাসুদ ও ঝর্না বেগমকে বরখাস্তকরা হয়। এছাড়া হয়রানির নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি না তা জানতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান জানান, হয়রানির শিকার চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তাদের বরখাস্ত করা হয়েছে।

এছাড়াও হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হরিপদ সরকারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন, হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোস্তফা জামান চৌধুরী এবং ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আবুল হাসান। কমিটিকে ৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে রমেক হাসপাতালের অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট এ বি এম রাশেদুল আমীর তার অসুস্থ মাকে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে বকশিশ সিন্ডিকেটের কবলে পড়ে হয়রানির শিকার হন। পরে এ নিয়ে পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেন রাশেদুল আমীর।

শেয়ার