Top

পঞ্চগড়ের নৌকা ডুবি: দিনাজপুরের ৮ জনের জনের মরদেহ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
পঞ্চগড়ের নৌকা ডুবি: দিনাজপুরের ৮ জনের জনের মরদেহ উদ্ধার
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকা ডুবির ঘটনায় নিখোজের মধ্যে ৩ শিশুসহ ০৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে দিনাজপুরের খানসামা ও বীরগঞ্জ থেকে।

সোমবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত সদর, বীরগঞ্জ ও খানসামা উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এর মধ্যে খানসামা উপজেলায় ১ শিশুসহ ৫ জন ও বীরগঞ্জ উপজেলায় ২ জন শিশু এবং সদরে একজন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোমিনুল করিম।

জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার মাহুতপাড়া, বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী ও স্লুইস গেট এবং খানসামা উপজেলার জিয়া সেতু, ফরিদাবাদ এলাকা, পশ্চিম বাসুলী কদম আলীর ঘাট, জয়ন্তীয়া ঘাট থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ০৮জনের মরদেহের মধ্যে ০৪জনের পরিচয় নিশ্চিত হয়েছে থানা পুলিশ। এরা হলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার চামেশ্বরী গ্রামের শক্তিপদ রায়ের ঝর্ণা রানী (৫২), বোদা উপজেলার কাউয়াখাল গ্রামের সহিন রায়ের স্ত্রী সুমিত্রা রানী (৪৫), একই উপজেলার বংশীধর পুজারী এলাকার বিমল রায়ের ৬ বছরের ছেলে সুর্য এবং ঠাকুরগাঁও সদর উপজেলার বিশামতপাড়ার অনন্ত কুমারের স্ত্রী পুস্পারানী (৫২)।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্তরঞ্জন জানান, উদ্ধারকৃত মরদেহ হস্তান্তরের ব্যাপারে বোদা থানার সাথে আমরা যোগাযোগ করেছি। ইতিমধ্যে স্বজনের কাছে ৪টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার