Top

জীবনের নিরাপত্তা চেয়ে ডায়েরি করলেন তুষার কান্তি মন্ডল

২৬ সেপ্টেম্বর, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ
জীবনের নিরাপত্তা চেয়ে ডায়েরি করলেন তুষার কান্তি মন্ডল
রংপুর প্রতিনিধি :

জীবনের নিরাপত্তা চেয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। রোববার রাতে তিনি নিজে থানায় গিয়ে এই সাধারণ ডায়েরী করেন ।

সোমবার দুপুরে কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে তুষার কান্তি উল্লেখ করেছেন, ‘এর আগে জামায়াত-শিবির কর্মীরা আমার ওপর হামলা করেছে। চলতি বছরের শেষে রংপুর সিটি করপোরেশনে আমি আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী। সেই আলোকে সিটি করপোরেশন এলাকার ১৯৬টি মৌজা, ৯৫২টি পাড়া ও ১৫০টি হাট বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরেছি।

বর্তমানে সিটি করপোরেশন এলাকায় নৌকার গণজোয়ার তৈরির পাশাপাশি আমার ব্যক্তিগত সুনাম তৈরি হয়েছে। এই গণজোয়ারে আমার রাজনৈতিক প্রতিপক্ষ ঈর্ষান্বিত হয়ে আমার জানমালের ক্ষতি করার চেষ্টা করছে।

জিডিতে তিনি আরো উল্লেখ করেছেন, জনসংযোগ করে এবং দলীয় কাজ শেষে বাসায় ফিরতে দেরি হয়ে যায়। কোনও কোনও সময় রাত ১টারও বেশি হয়ে যায়। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার ওপর হামলা চালিয়ে জানমালের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

ওসি মাহফুজার রহমান জানান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটি জিডি করেছেন। সেখানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার