Top

আগামীকাল চসিক নির্বাচন, প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী

২৬ জানুয়ারি, ২০২১ ৪:৪৩ অপরাহ্ণ
আগামীকাল চসিক নির্বাচন, প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী
চট্টগ্রাম প্রতিনিধি :

রাত পোহালেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। চট্টগ্রাম  সিটি করপোরেশন নির্বাচনের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হল, আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়, বন্দর স্কুল অ্যান্ড কলেজ থেকে ২টি অস্থায়ীসহ ৭৩৫ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়।

আগামীকাল  (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটাধিকার সুষ্ঠভাবে সম্পন্ন করতে ৭৩৫টি কেন্দ্রে ৪ হাজার ৮৮৬টি কক্ষে ৭৩৫ জন প্রিসাইডিং অফিসার ও ৯ হাজার ৭৭২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়াও কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। পাশাপাশি টহলে থাকবে বিজিবি, পুলিশের মোবাইল টিম ও নির্বাচনী কর্মকর্তাবৃন্দ।

সরঞ্জামাদি বিতরণস্থল পরিদর্শন করে নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, ‌‘২ থেকে ৩ ঘণ্টার মধ্যে নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে। সেখানে আবার সরঞ্জামাদিগুলো চেক করে দেখা হবে। সমস্যা হলে তা দ্রুত সমাধান করে আগামীকালের নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে।’

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ, বিজিবি, আনসারসহ প্রায় ১৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছে।

এবারের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ৭ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৭২ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৫৭ জন। ৪১টি ওয়ার্ডের সবগুলো কেন্দ্রে ভোট হবে ইভিএমে।

শেয়ার