Top

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে হাতি প্রতিক পেলেন দেওয়ান বিপ্লব

২৬ সেপ্টেম্বর, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ
নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে হাতি প্রতিক পেলেন দেওয়ান বিপ্লব
শিমুল খান :

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে নীলফামারী সদর ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে দেওয়ান বিপ্লব আহমেদকে হাতি প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এসময় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, নীলফামারী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আজাহারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নীলফামারী সদর ৪ নং ওয়ার্ডের সাবেক সফল প্যানেল চোয়ারম্যান দেওয়ান বিপ্লব আহমেদকে হাতি প্রতীক বরাদ্দসহ অন্যান্য প্রর্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

নীলফামারী জেলা পরিষদের এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ১৮ জন প্রার্থী প্রতিন্দন্দ্বীতা করছেন।

শেয়ার