Top

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিস উদ্বোধন

২৬ জানুয়ারি, ২০২১ ৫:২৮ অপরাহ্ণ
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিস উদ্বোধন
খুবি প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের উপস্থিতিতে সাংবাদিক সমিতির অফিস উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় সমিতির অফিস উদ্বোধন করা হয়।

কেক কেটে অফিস উদ্বোধন করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সকলেই প্রত্যাশা করে। গুজব বা বিভ্রান্তিকর তথ্য নির্ভর সংবাদ রাষ্ট্র, প্রতিষ্ঠান, সমাজ কিংবা ব্যক্তিকে ক্ষতি করে, ভাবমূর্তি নষ্ট করে। তাই সাংবাদিকদের তথ্য যাচাই করে দেখা কিংবা ঘটনার পেছনের প্রকৃত তথ্য অনুসন্ধান করা উচিৎ।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন একটি বিষয় নিয়ে যে অবস্থা চলছে তা সম্পূর্ণ অপ্রত্যাশিত। শিক্ষার্থীরা সহজ সমাধানের দিকে না গিয়ে শৃঙখলা বোর্ডের পত্রের যে জবাব দিয়েছে তার মধ্যে জটিলতার আশ্রয় নেওয়া হয়েছে, ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এটা দুঃখজনক। তাদের এ বিষয়কে কেন্দ্র করে রাজনীতিমুক্ত এ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি প্রবেশের চেষ্টা করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র ও ভাবমূর্তি নষ্টে উদ্দেশ্যমূলক, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে, রাজনৈতিক দলের ব্যানারে কর্মসূচি দেওয়া হচ্ছে।

তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা  বিশ্ববিদ্যালয়ের অর্জিত সুনামই কেবল নষ্ট করছে তা নয়, এটা স্বায়ত্বশাসিত এ প্রতিষ্ঠানের জন্য হুমকিস্বরূপ।

উদ্বোধনের পর তিনি সাংবাদিক সমিতির অফিস ঘুরে দেখেন।

এ সময় আরও বক্তৃতা করেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান (সাময়িক দায়িত্ব) মামুনর রশীদ।

এছাড়াও সমিতির সভাপতি তেহসিন আশরাফ প্রত্যয় এবং সাধারণ সম্পাদক মীর হাসিব উপাচার্যকে সমিতির দীর্ঘ প্রত্যাশিত এই অফিসসহ সার্বিক ব্যাপারে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

শেয়ার