Top

প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

২৬ জানুয়ারি, ২০২১ ৮:১৯ অপরাহ্ণ
প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল ফোন নম্বর কেটে নিজের  নম্বর দিয়ে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেমের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। নাসরিন আক্তার নামের এক অভিভাবক উপজেলা শিক্ষা অফিসে তার এই অভিযোগ জানিয়েছেন ।

অভিযোগে অভিভাবক নাসরিন আক্তার উল্লেখ করেন, তিনি কাশিনগর ইউনিয়নের বারইয়া গ্রামের বাসিন্দা। তাঁর মেয়ে কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। ২০১৯ সাল থেকে দীর্ঘ দুই বছর যাবৎ তাঁর মেয়ে উপবৃত্তি  পাচ্ছে না। এ ব্যাপারে প্রধান শিক্ষক আবুল কাশেমের সাথে আলাপ করলে তালিকা  দেখবেন বলে জানান। এভাবে কয়েকবার যোগাযোগ করেও সন্তোষজনক জবাব  পাওয়া যায়নি।

স্কুল কমিটির সদস্যগণ উপবৃত্তির তালিকা যাছাই বাছাই করে দেখেন যে প্রধান শিক্ষক অভিভাবক নাসরিন আক্তারের মোবাইল ফোন নম্বরটি কেটে প্রধান শিক্ষকের নিজ মোবাইল ফোন নম্বর লিখে দেন। এভাবে আরও কয়েকটি নম্বর  কেটে নিজের মোবাইল ফোন নম্বর ব্যবহার করে উপবৃত্তির টাকা ভোগ করছেন তিনি।

২০১৯ সালের দ্বিতীয় শ্রেণীর তালিকায় শিক্ষার্থীর নাম রহিমা, মাতা হনুফা। সেখানে ব্যবহৃত নম্বরটিও প্রধান শিক্ষকের পরিবারের। অভিযোগের বিষয়ে কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম বলেন, ‘আমার চাকরির বয়স শেষ পর্যায়ে। উপবৃত্তির তালিকায় আমার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি কিভাবে বসেছে তা জানি না। তাছাড়া মোবাইল ফোন নম্বরটিও দুই বছর যাবৎ বন্ধ রয়েছে। ’

এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম বলেন, ‘ আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ’

শেয়ার