Top

দ্বিতীয় দিনেও হিন্দু শ্রমিকদের নগদ অর্থ দিলেন দেওয়ান জকি

০২ অক্টোবর, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ
দ্বিতীয় দিনেও হিন্দু শ্রমিকদের নগদ অর্থ দিলেন দেওয়ান জকি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দুধর্মলম্বীদের আর্থিক সহায়তা প্রদান করেছে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি।

রবিবার (০২ অক্টেবর) নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের হিন্দুধর্মলম্বী শ্রমিকদের আর্থিক সহায়তাকরেন ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি। আর্থিক সহায়তা পেয়ে খুশি শ্রমিক ইউনিয়নের হিন্দুধর্মলম্বী শ্রমিকরা।

চালক শ্যামল চন্দ্র সাহা বলেন, আয় রোজগার না থাকায় খুব কষ্টে দিন পার করতে হয়েছে। এর মধ্যে চলে এসেছে শারদীয় দুর্গাপূজা হাতে কোন টাকা নেই। বউ বাচ্চাদের কিনে দেওয়ার মত কিছু পাচ্ছিলাম না। এসময় আমাদের শ্রমিকদের অভিভাবক আমাদের নগদ অর্থ দিয়ে অনেক উপকার করেছে।

এসময় গেপাল নামে একজন শ্রমিক বলেন, জকি ভাই আমাদের মাঝে দুর্গাপুজা করার জন্য নগদ টাকা দিয়েছে এর আগে কখনও আমাদের উৎসব করার জন্য কোন সভাপতি আমাদের টাকা দেয়নি। একেই বলে নেতা, সুখে-দুঃখে শ্রমিকদের পাশে থাকে।

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদ্দৌলা জকি বলেন, এবার বিধিনিষেধ না থাকায় আনন্দের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করবে আমাদের হিন্দুধর্মলম্বী ভাই-বোনেরা তাদের কথা চিন্তা করে আমার নিজেস্ব অর্থ থেকে তাদের পাশে দাড়িয়েছি।

এসময় জকি আরো বলেন, আমি নির্বাচনের সময় আমার শ্রমিক ভাইদের কথা দিয়েছিলাম আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। আমার দেওয়া কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। আমি গত দুই ঈদে আমার মুসলিম শ্রমিক ভাইদের অর্থ সহায়তা দিয়ে ছিলাম।

শেয়ার