Top
সর্বশেষ

৫ ঘণ্টা পর আসতে শুরু করেছে বিদ্যুৎ

০৪ অক্টোবর, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
৫ ঘণ্টা পর আসতে শুরু করেছে বিদ্যুৎ

জাতীয় গ্রিডে বিপর্যয়ের ৫ ঘণ্টা পর ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুৎ বিতরণ সংস্থা ডেসকোর আওতাধীন এলাকাগুলোতে পর্যায়ক্রমে বিদ্যুৎ রিস্টোর হচ্ছে।

এরই মধ্যে মিরপুর, এয়ারপোর্ট, গুলশান, বারিধারা ডিপ্লোমেটিক জোন এবং টঙ্গী এলাকায় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার (৪ অক্টোবর) ফেইসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ইতোমধ্যে ২০৮ মেগাওয়াট লোড পাওয়া গেছে। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে হাসপাতাল এবং জরুরি সেবা প্রতিষ্ঠানসমূহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দ্রুততম সময়ে সব এলাকায় বিদ্যুৎ রিস্টোর করতে নিরলস কাজ করছেন বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা

এর আগে এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছিল, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে।

ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায় সরবরাহ চালু হয়েছে।

হেভি লোডে রিস্টোর ঝুঁকিপূর্ণ জানিয়ে মন্ত্রণালয় জানায়, সিস্টেমের স্ট্যাবিলিটি মোটামুটি সন্তোষজনক হলে ঢাকার সব এলাকার বিদ্যুৎ লাইন সচল করা হবে।

 

বিপি/ এমএইচ

শেয়ার