রংপুর নগরীর চোর দলের এক নেতাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। গ্রেফতারকৃতরা হলে চোর দলেল নেতা সজিব হোসেন ও তার সহযোগী রাহেল হাসান। এসময় তাদের কাজ থেকে টাকা, ফোন, ল্যাপটপ বিভিন্ন ইলেট্রনিক সামগী উদ্ধার করা হয়।
র্যাব বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নগরীর একটি বাড়ি থেকে চোরের দল ঘরের দরজা ভেঙ্গে টাকা, ফোন, ল্যাপটপ বিভিন্ন ইলেট্রনিক সামগী নিয়ে পালিয়ে যায়। এঘটনায় থানায় মামলা হলে র্যাব তদন্ত শুরু করে। এর এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগরীর মাহিগঞ্জ থানার সামনে থেকে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চুরি যাওয়া সামগ্রী।
সজিব ও রাহেলের বিরুদ্ধে নগরী বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।