দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হত্যার প্রতিবাদে রংপুর মহানগরীতে কালো পতাকা নিয়ে বিএনপির শোক র্যালী পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। কর্মসূচি অনুযায়ী শোক র্যালী নিয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার কথা থাকলেও পুলিশি কঠোর নিরাপত্তা বেষ্টনির কারণে তা ভেস্তে যায়। পরে দলীয় কার্যালয়ের প্রবেশ ফটকের সামনে প্রতিবাদ সভা করেন দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মেড়ের দলীয় কার্যালয় থেকে কালো পতাকা নিয়ে একটি শোক র্যালী বের করা হয়। শোক র্যালী কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়কে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতন্ডা বাধে। পরে দলীয় কার্যালয়ের প্রবেশ ফটকের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ সভা অংশ নেন নেতাকর্মীরা।
সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলন, সাধারণ সম্পাদক লিটন পারভেজ পপ্রুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দিচ্ছে। দিন যত যাচ্ছে বিরোধি দলের ওপর বাধা ততোই বাড়ছে। এভাবে দেশ বেশিদিন চলতে পারে না। মানুষের পিট দেয়ালে ঠেকেছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে। তখন জনতার স্রোতে সব বাধা ভেসে যাবে। দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে।
কর্মসিচিতে রংপুর মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এই কর্মসূচি ঘিরে বিএনপির দলীয় কার্যালয়ের আশপাশে পুলিশ মোতায়েনের পাশাপাশি বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।