Top
সর্বশেষ

৬৪ জেলায় আইটি ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে: পলক

২৭ জানুয়ারি, ২০২১ ১০:২৪ অপরাহ্ণ
৬৪ জেলায় আইটি ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে: পলক

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, দেশের ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এবং ইন্টিমেশন সেন্টার স্থাপন করা হবে।

বুধবার (২৭ জানুয়ারি) বিকালে শিবপুরের ফেয়ার ইলেকট্রনিক্স কারখানায় স্যামসাং এয়ারকন্ডিশনার প্লান্টের উদ্বোধন ও পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, উচ্চশিক্ষা গ্রহণ করে যদি তাদের কর্মসংস্থান না হয় তাহলে সেই সনদনির্ভর শিক্ষার কোন দাম নেই। আমাদের মনোযোগ দিতে হবে দক্ষতানির্ভর শিক্ষার দিকে, যাতে দক্ষ জনবল দিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই লি জ্যাং কেয়ান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রমুখ।

শেয়ার