Top

চিলমারীতে কন্যা শিশু দিবস উদযাপন

১১ অক্টোবর, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
চিলমারীতে কন্যা শিশু দিবস উদযাপন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে জেন্ডার সচেতনতা বিষয়ে কিশোর কিশোরীদের সংলাপ (বিতর্ক প্রতিযোগিতা), র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ে এনআরকে টেলিথন চাইল্ড নট ব্রাইট প্রকল্প, প্লান ইনটারন্যাশলান বাংলাদেশের সহযোগিতায় ও আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মাঠে এসে শেষ হয়। এরপর বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকাই প্রধান এই বিষয়ের ওপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলী, সমাজসেবা অফিসার লুৎফর রহমান, চাইল্ড নট ব্রাইট এর টেকনিকেল অফিসার ফারজানা ফৌজিয়া।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেরটর শাহালম, মশিউর রহমান, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী।

শেয়ার