Top

তিস্তা মহাপরিকল্পনা: আনন্দে ভাসছে তিস্তাপারের মানুষ

১১ অক্টোবর, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
তিস্তা মহাপরিকল্পনা: আনন্দে ভাসছে তিস্তাপারের মানুষ
রংপুর প্রতিনিধি :

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন আগ্রহী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে তীস্তা নদী বেষ্টিত রংপুর অঞ্চলের রংপুর, নীলফামারী, লালমনিহাট ও কুড়িগ্রাম জেলার মানুষের মাঝে। এখন স্বপ্ন আর বাস্তবতার মাঝামাঝি অবস্থানে রয়েছে নদীপাড়ের মানুষ। তাদের এই কষ্টের দীর্ঘপথ পাড়ি দিয়ে উন্নত- জীবনের আশায় নতুন করে আলো দেখছেন এই অঞ্চলের কোটি মানুষ। সবার একটাই আশা, তিস্তা উন্নয়নে চীনের মহাপরিকল্পনা বাস্তবায়ন।

চীনা মহাপরিকল্পনায় থাকছে- শিল্পকারখানা, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন, স্যাটেলাইট শহর, স্কুল-কলেজ, হাসপাতাল, নদীর দুই ধারে মেরিন ড্রাইভ ও নৌবন্দর। নদী খনন করে নাব্যতা ফেরানো, দুই পাড় বেঁধে বন্যা ও ভাঙনরোধ আর শুষ্ক মৌসুমের জন্য কৃত্রিম জলাধারে পানি সংরক্ষণই নয়, নদীশাসনের মাধ্যমে বিস্তৃত জমি উদ্ধার করে ১৩০ কিলোমিটার অববাহিকাজুড়ে গড়ে উঠবে জীবন ও জীবিকার নানা কর্মকান্ড।

চীনা প্রতিনিধিদলের সদস্যরা বলেন, নদীশাসন ও নদী ব্যবস্থাপনায় জের দিতে চাই। আমরা এ ব্যাপারে ইতিবাচক।

তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, নদীভাঙন আর বন্যায় এখানকার হাজার হাজার মানুষ দুর্বিষহ জীবন যাপন করে। তারা পায় না ঠিকমত চিকিৎসা। নেই, স্কুল-কলেজ ভেঙে যায় ঘর-বাড়ি ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। সেই জায়গা থেকে আমরা বের হতে চাই।

চীনের একটি প্রতিনিধিদল রোববার ও সোমবার দুদিন তিস্তার পাড়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। বাংলাদেশের আহ্ধসঢ়;বানে সাড়া দিয়ে তিস্তা প্রকল্পে বিনিয়োগের ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত।

জানা গেছে, অভিন্ন নদীর উজানে পানি নিয়ন্ত্রণ বন্ধে এখানকার মানুষ বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করলেও ভারভ তাতে সায় দেয়নি। সংকটের বিকল্প সমাধানের জন্য চীনের সহায়তা চান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বছর ধরে সমীক্ষা করে একটি প্রকল্প তৈরি করে বেইজিং। তিস্তাপাড়ের দুর্ভাগা মানুষের কাছে এ খবর পৌঁছালেও কোনো নিশ্চয়তা মিলছিল না।

তিস্তা বছরের বেশির ভাগ সময় পানি থাকে না। বর্ষায় ঘন ঘন বন্যা আর ভাঙনের হাত থেকে রক্ষার জন্য মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চল পরিণত হবে উৎপাদন আর উন্নত-সমৃদ্ধ জনপদে।

শেয়ার