বদরগঞ্জের লোহানীপাড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, আ,ক,ম আহসানুল হক চৌধুরী ডিউক।
মঙ্গলবার ( ১১ অক্টোবর) বিকেলে লোহানীপাড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়।
এসময় বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের এমপি ডিউক চৌধুরী বলেন, ‘একটি সুশিক্ষিত জাতি গঠনের জন্য শিক্ষায় নারীদের বিশেষ অগ্রাধিকার দিতে হবে। আধুনিক, প্রগতিশীল ও সচেতন নারী বলতে সুশিক্ষিত নারীকে বোঝায়।’ ‘বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে মেয়েদের অবশ্যই নিয়মিত বিদ্যালয়ে পাঠাতে হবে। পাশাপাশি সামাজিক পরিবেশ-পরিস্থিতির ওপর শিক্ষক, অভিভাবকসহ সবাইকে নজর রাখতে হবে।’ ‘বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের কারণে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশের আরও উন্নয়ন হবে।’
এসময় তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার শাসনামলেই দেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিকতা ও ডিজিটালের ছোঁয়া লেগেছে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আধুনিক আইসিটি সুবিধা সম্পন্ন বহুতল একাডেমিক ভবন শুধুমাত্র আওয়ামীলীগ সরকারের আমলেই নির্মাণ করা হচ্ছে। এছাড়া বিশ্বের সঙ্গে তালমিলিয়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষাকে প্রাধান্য দিয়ে প্রতিটি উপজেলাতে নির্মাণ করা হচ্ছে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র। এই কেন্দ্রগুলো থেকে বিদেশগামী ব্যক্তিরা কম খরচে বিভিন্ন বিষয়ে আধুনিক মানের কারিগরী প্রশিক্ষণ গ্রহণ শেষে বাস্তব জ্ঞানের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে বিদেশ গিয়ে ভালো মানের কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন।
এমপি আরো বলেন, সরকার প্রধান শিক্ষাখাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে আসছে। কিন্তু বিগত সরকারের আমলে শিক্ষাখাত নিয়ে লুটপাট করে খেয়েছে। শুধু শিক্ষাখাতই নয় দেশের এমন কোন খাত নেই যেখানে আধুনিকতা ও উন্নয়নের ছোঁয়া স্পর্শ করেনি। তাই এই ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার নৌকা মার্কাকে আবারো বিজয়ী করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, আ,ক,ম আহসানুল হক চৌধুরী ডিউক, বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল, লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডলু শাহ, লোহানীপাড়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ও অত্র স্কুলের ছাত্র-ছাত্রীসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।