Top

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভা

১৫ অক্টোবর, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভা
রংপুর প্রতিনিধি :

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর সার্বিক পানি ব্যবস্থাপনা পুর্ণউদ্ধার করা সম্ভব হবে। একইসাথে নদীর তীরবর্তী রংপুর অঞ্চলেল রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিহাট ও গাইবান্ধা জেলার প্রায় কোটি মানুষের ৩০ বছর ধরে চলা সংকটের সমাধানও হবে বলে মনে করেন সংগ্রাম পরিষদের নেতারা।

শনিবার দুপুরে রংপুর টাউন হলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে বর্ধিত সভায় তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদেও নেতারা এই দাবী জানান।

সভায় বক্তারা বলেন , উত্তর জনপদের অস্তিত্ব রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের দেওয়া প্রস্তাব বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন সংগ্রাম পরিষদের নেতারা।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক শাফিয়ার রহমানসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নদী আন্দোলনকারীরা।

শেয়ার