শিক্ষা হোক পথ শিশু দের অধিকার, পথ নাম মুছে দিব এই আমাদের অঙ্গিকার। নীলফামারীতে পথশিশুদের নিয়ে জন্মদিন পালন করলেন নীলফামারী জেলা পথশিশু ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বুলেট।
শনিবার বিকাল সাড়ে চারটার দিকে পুরাতন রেল স্টেশনে পথশিশুদের সাথে নিয়ে নিজের ২৬তম জন্মদিন উদযাপন করেন গোলাম মোস্তফা বুলেট।
এ সময় বুলেট নিজের ও পরিবারের সকলের জন্য সবার কাছে দোয়া চান। জন্মদিনের আয়োজনে কেক কেটে শিশুদের মাঝে ভাগ করে দেওয়া হয়। পরে তাদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় তুহিন ইসলাম বলেন, গোলাম মোস্তফা বুলেট ভাই একজন মানবিক মানুষ। এবার ব্যতিক্রমভাবে জন্মদিন পালন করছে, এই দিনটিতে অসহায়, অবহেলিত মানুষের সাথে উদযাপন করে আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়।
এসময় বুলেট বলেন, আগে আমার জন্মদিনটা আমি ধুমধাম করে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের নিয়ে পালন করতে পারতাম। ধুমধাম করে জন্মদিন পালনের মাধ্যমে যতটুকু আনন্দ পেতাম তার কয়েক হাজার গুণ বেশি আনন্দ পেয়েছি শিশুদের নিয়ে। প্রতিবছর আমার জন্মদিনে অসহায়, পথশিশু ও সমাজের বঞ্চিত মানুষের সাথে পালন করার চেষ্টা করবো।
এ সময় উপস্থিত ছিলেন, নীলফামারী পথ শিশু ফাউন্ডেশনের সভাপত সাগর রায় সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ইসলাম, প্রোগ্রাম সম্নয়ক মোরশেদ আমানসহ পথ শিশু ফাউন্ডেশন বিভিন্ন সদস্য বৃন্দ