Top

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে প্রার্থীর ওপর হামলা

১৬ অক্টোবর, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে প্রার্থীর ওপর হামলা
চিলামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীর ওপর হামলার অভিযোগে আবুল কালাম নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তার আবুল কালাম উপজেলার থানাহাট ইউনিয়নের জুম্মা পাড়া এলাকার মোঃ গিয়াস উদ্দিনের ছেলে। শনিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার চিলমারী সরকারি ডিগ্রি কলেজ মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা গেছে, আসন্ন কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচন রৌমারী, রাজিবপুর, চিলমারী উপজেলার সংরক্ষিত নারী সদস্য সুফিয়া বেগম নির্বাচনী প্রচারনা শেষে রৌমারী ফেরার পথে বিকেলে চিলমারী ডিগ্রি কলেজ এলাকায় অজ্ঞাত নামা কয়েকজন হামলা চালায়। সুফিয়া বেগমসহ তার সঙ্গিদের চিৎকার করলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে প্রার্থী চিলমারী মডেল থানায় অজ্ঞাতনামায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে আবুল কালাম নামে একজনকে আটক করে।

সুফিয়া খাতুন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের রাজিবপুর, রৌমারী ও চিলমারী উপজেলার সংরক্ষিত ওয়ার্ড ৩ থেকে সদস্য পদে মাইক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বাড়ি রৌমারী উপজেলার রৌমারী বাজারের কাছে।

হামলার ঘটনায় সুফিয়া খাতুনের স্বামী সাখাওয়াত হোসেন লিপন প্রতিপক্ষ ফুটবল প্রতীকের প্রার্থী আরমিন নাহারের স্বামীকে দায়ী করেছেন। তিনি বলেন, “আরমিনের স্বামী শুভ আমাকে মোবাইলে হুমকি দিয়েছেন। আজ চিলমারীতে প্রচারণার কাজে যাওয়ার পর তিনি আমাকে চিলমারী থেকে চলে যেতে বলেন। এরপরই আমার স্ত্রীসহ আমাদের ওপর হামলা করা হয়।”

কারা হামলা করেছে জানতে চাইলে লিপন বলেন, “ওরা সবাই চিলমারীর ছেলেপেলে। আমরা তাদের চিনি না। আমাদের মারধর করে মোটরসাইকেল ভাঙচুর করেছে। হামলায় শামসুল আলম নামে আমাদের একজন আহত হয়েছেন। এ ঘটনায় আমরা মামলা করেছি। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।”

প্রতিপক্ষকে ফোনে হুমকি ও হামলার দায় অস্বীকার করেছেন আরমিন নাহারের স্বামী শুভ। তিনি বলেন, “আমার কাছে লিপনের মোবাইল নম্বর নেই। সুতরাং তাকে ফোনে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। তার ওপর হামলার ঘটনা আমি অবগত নই। তিনি কেন আমাকে দায়ী করছেন সেটা আমি জানি না।”

এঘটনায় আটকের বিষয়টি নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, সুফিয়া বেগম নির্বাচনী প্রচারনা শেষে রৌমারীর যাওয়ার পথে কলেজ মোড়ে কয়েকজন গাড়িতে হামলা করে। এরপর থানায় এসে মামলা করলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার