রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, রুগী হয়রানি,কর্মকর্তা-কর্মচারী ও দালালচক্রের দৌরাত্ম্য বন্ধের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রোববার দুপুরে মেডিকেল মোড়ে মানববন্ধন করে।
সিপিবির রংপুর মহানগরের সভাপতি সাজেদুল ইসলাম সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবির রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদত হোসেন, সিপিবি নেতা তরণী কান্ত, যুব ইউনিয়ন রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সজীব পাল, ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদ এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়ত অনিয়ম, দুর্নীতির ঘটনা ঘটছে। হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা সকলেই অনিয়মের সাথে জড়িত। এই অসাধু কর্মকর্তা এবং কর্মচারীরা তারা এতোটাই শক্তিশালী তাদেও বিরুদ্ধে কেউ কথা বলার শাহস করে না।
বক্তারা অসাধু কর্মকর্তা-কর্মচারীদের দৌরাত্ম্য, সিন্ডিকেট বন্ধসহ সেবা প্রদানকারী চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত ও সরকারি ওষুধের যথাযথ বিলি-বণ্টনের জোড় দাবি জানান।