Top

সাবেক-বর্তমান ছাত্রলীগ নেতাদের অক্লান্ত পরিশ্রমে জয়ের স্বাদ পেল মমতাজুল

১৮ অক্টোবর, ২০২২ ৬:০০ অপরাহ্ণ
সাবেক-বর্তমান ছাত্রলীগ নেতাদের অক্লান্ত পরিশ্রমে জয়ের স্বাদ পেল মমতাজুল
শিমুল খান :

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মমতাজুল হক। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (স্বতন্ত্র প্রার্থী) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩১৮ ভোট।

গত সোমবার বিকেলে নীলফামারী জেলা রির্টার্নিং অফিসার মো. জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

তবে এই নির্বাচনে জয়ের নায়ক ঐক্যবদ্ধ আওয়ামীলীগ। নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনকে নাকানি চুবানি দিতে ইতি মধ্যে সক্ষম হয়েছে। নীলফামারী জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন গুলো দূরদেশী নেতৃত্বে একচেটিয়া ভোটে আবারো জেলা পরিষদের চেয়ারটি দখলে নিয়েছে আওয়ামীলীগ।

আর এই জয়ের সামনে থেকে নেতৃত্বে দিয়েছেন নীলফামারী জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। মাঠ থেকে শুরু করে ঘাটে সরব উপস্থিতি দেখিছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। অক্লান্ত এই পরিশ্রমের কারনেই এ সু-মধুর জয়ের স্বাদ পেল এড.মমতাজুল হক।

এসময় নীরফামারী জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তানভীর হাফিজ বলেন, নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে আনারসের জয় নিশ্চিত করতে আমাদের সকলের অভিভাবক নীলফামারী-২ আসনের মাটি ও মানুষের নেতা আসাদুজ্জামান নূর ভাইয়ের নির্দেশে নির্বাচনের মাঠে আমরা নীলফামারী জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের দূরদেশী নেতৃত্ব ও কাধে কাধ মিলিয়ে মমতাজুল ভাই ও কামাল ভাইয়ের জয় নিশ্চিত করেছি।

তিনি আরো বলেন. এক্ষেত্রে সবচেয়ে বড় সফলতা হিসেবে সাংগঠনিক ঐক্যের কারণে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় হয়েছে। নীলফামারীতে আনারসের বিজয় নিশ্চিত করতে প্রচার-প্রচারণার পাশাপাশি মূখ্য ভূমিকা পালন করায় ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে কৃতঙ্গতা প্রকাশ করেন তানভীর হাফিজ।

শেয়ার