Top
সর্বশেষ

চিলমারী নৌবন্দরের জমির মালিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

১৯ অক্টোবর, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ
চিলমারী নৌবন্দরের জমির মালিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরের জন্য প্রস্তাবিত এলাকার জমির মালিকদের সাথে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার বিকেলে নৌ বন্দরের যাত্রীবাহী পোর্ট রমনা ও পণ্যবাহী পোর্ট জোড়গাছ পুরাতন বাজার এলাকার জমির মালিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নৌবন্দরের জন্য জমি অধিগ্রহণ করার ফলে যে সকল পরিবার বাস্তুচ্যুত হবেন তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও, চিলমারী উপজেলা নিবার্হী অফিসার মোঃ মাহবুবুর রহমান, রমনা ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আঁকা প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর চিলমারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে নৌবন্দর চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই বছরের ২৩ সেপ্টেম্বর বন্দর কার্যক্রমের উদ্বোধন করেন, তৎকালীন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। ২০২১ সালের ৮ জুলাই একনেক বৈঠকে বন্দর চালুর অনুমোদন মেলে। প্রকল্প অনুমোদন করা হয় ২৩৫ কোটি টাকার। এর মধ্যে রমনা ঘাট এলাকায় আড়াই একর জায়গায় হবে যাত্রীবাহী পোর্ট ও জোড়গাছ পুরাতন বাজার এলাকায় সাড়ে সাত একর জায়গা জুড়ে হবে পণ্যবাহী পোর্ট।

শেয়ার