কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার শুরু হয়ে আজ বৃহস্পতিবার পানবাজার থেকে সরকারি হাসপাতাল গেট পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান চালানো হয়।
কাঁচা বাজারের সড়ক সম্প্রসারণ ও কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের যানজট নিরসনে শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ এবং জব্দকৃত মালামাল নিলামে বিক্রি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিব হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গিয়াস উদ্দিন, পৌর সচিব মো. ফখরুল ইসলাম, পল্লীবিদ্যুৎ সমিতি দেবিদ্বার কার্যালয়ের ডি,জি,এম মৃণাল কান্তি ও দেবিদ্বার থানার উপ-পরিদর্শক আঃ বাতেনের নেতৃত্বে একদল পুলিশ এবং অন্যান্য কর্মকর্তাগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, দেবিদ্বার নিউমার্কেট এলাকার যানজট নিরসন, সড়ক সম্প্রসারণ ও পথচারীদের নির্বিঘ্নে চলাচলের স্বার্থে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।