Top
সর্বশেষ

পঞ্চগড়ে জেলা পরিষদ নির্বাচন: আ’লীগের কাছেই হেরেছে আ’লীগ প্রার্থী

২১ অক্টোবর, ২০২২ ৬:২০ অপরাহ্ণ
পঞ্চগড়ে জেলা পরিষদ নির্বাচন: আ’লীগের কাছেই হেরেছে আ’লীগ প্রার্থী
পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের কাছেই পরাজিত হয়েছে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী। নির্বাচনে জেলা আওয়ামী লীগ কোন ধরণের সহযোগিতা করেনি। কেউ কেউ দিনের বেলা আওয়ামী লীগ প্রার্থীর সাথে থেকে মোটরসাইকেলে প্রতিকের কাজ করলেও রাতের বেলা প্রকাশ্যে চশমা প্রতিকের প্রচারণা চালিয়েছেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যাদের নৌকা মার্কা দেয়া হয়েছিল তাদেরকে জেলা পরিষদ নির্বাচনে প্রভাবিত করে মোটরসাইকেল প্রতিকের বিরুদ্ধে কাজ করিয়েছেন।

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আবু তোয়বুর রহমানের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক শুক্রবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে জেলা পরিষদ নির্বাচন পরবর্তী আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আবু তোয়বুর রহমানের বড় ভাই।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর পঞ্চগড়ের সর্বস্তরের মানুষ বিশেষ করে শিক্ষিত সমাজ কখনো ভাবতে পারেনি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মোটরসাইকেল প্রতিকের আবু তোয়বুর রহমান পরাজিত হবে। নির্বাচনে জেলা আওয়ামী লীগ কতটুকু ভূমিকা রেখেছে যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন তারা সকলে জানে। দিনের আলোর মত পরিস্কার হয়েছে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করেছে আওয়ামীলীগ।
এর আগে প্রথম যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জেলা পরিষদ নির্বাচন দেন এবং আমাকে মনোনয়ন দেন। তখনও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট এবং তাদের হ্যান্ডসগুলো দিয়ে আমাকে পরাজিত করার জন্য উঠেপড়ে লেগেছিল। সেই নির্বাচনে তারা আমাকে পরাস্ত করেছিল। একই কায়দায় তারা এই নির্বাচনেও আওয়ামী লীগের মনোনিত প্রার্থীকে পরাজিত করেছে। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়, আগামীতে যে জাতীয় নির্বাচন আসছে সেখানেও এর প্রভাব পড়বে বলে আমি মনে করি।

তিনি বলেন, পঞ্চগড়ে শেখ হাসিনার আওয়ামী লীগ চলে না। এখানে চলে সুজন লীগ (রেলপথ মন্ত্রীর নাম)।

মন্ত্রীর ভাই ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার প্রকাশ্যে চশমা প্রতিকের নির্বাচন করেছেন। অন্যরাও দিনের বেলা মোটরসাইকেল ও রাতের বেলা চশমা প্রতিকের প্রচারণা করেছেন। দেবীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমুও একই কাজ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হওয়ায় ভোটের দিন সব উপজেলায় যাওয়ার সুযোগ আমার হয়েছে। কিন্তু আমি নির্বাচনের গেটে কাউকে বলতে শুনি নাই মোটরসাইকেল মার্কায় একটি ভোট দেন। এই নির্বাচনে পরাজয়ের জন্য আমি অন্য কোন বিরোধী দলকে দুষবো না। এই নির্বাচনে পরাজয়ের কারণ আমাদের আওয়ামী লীগ।

তিনি বলেন, আমরা টাকার কাছে হেরেছি। জেলা আওয়ামী লীগের নেতারা অনেকে দিনে আওয়ামী লীগ প্রার্থী আবু তোয়বুর রহমানের মোটরসাইকেল মার্কার পক্ষে এবং রাতে জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি আব্দুল হান্নান শেখের চশমা মার্কার হয়ে কাজ করেছেন। টাকার কাছে তারা বিক্রি হয়েছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এসব নেতাদের মনোনয়ন না দিতে দলের সভাপতি শেখ হাসিনাকে অনুরোধ করেন তিনি। সংবাদ সম্মেলনে গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, আমি একা কোথাও যাইনি। নির্বাচন প্রচারাভিযানে আমি জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ইউনিয়নে ইউনিয়নে গিয়েছি। সেখানে মোটরসাইকেল প্রতিকে ভোট দিতে অনুরোধ করেছি। প্রার্থীর নিজ ইউনিয়ন পরিষদেও আমি গিয়েছি।
এসময় প্রার্থীর সঙ্গে চেয়ারম্যান ও মেম্বারদের কথা বলায় দিয়েছি। আমি দিনে মোটরসাইকেল রাতে চশমার প্রচার করেছি এমন একটা প্রমাণ দেখাক। চেয়ারম্যান মেম্বারদের যেভাবে খুশি করার দরকার ছিল প্রার্থী এতে ব্যর্থ হয়েছে। প্রার্থী যদি আরেকটু সিরিয়াস হতো তাহলে আমরা এই নির্বাচনে জয়ী হতে পারতাম। জেলা আওয়ামীলীগের বিগত কাউন্সিলে তারা দুই ভাই সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন। কাউন্সিলে সভাপতি হতে না পেরে জেলা পরিষদ নির্বাচনটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে মিথ্যাচার ও প্রোপাগান্ডা চালাচ্ছেন। আমরা পক্ষে ছিলাম বলেই প্রার্থী অল্প ভোটের ব্যবধানে হেরেছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবরের পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আবু তোয়বুর রহমানকে ৫২ ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান পদে বিজয়ী হন পঞ্চগড়ে চেম্বারের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান শেখ। আব্দুল হান্নান শেখ চশমা প্রতিক নিয়ে পান ২৮৩ ভোট পান আর আবু তোয়বুর রহমান মোটরসাইকেল প্রতিকে পান ২৩১ ভোট।

 

শেয়ার